১৪-১৮ বছর বয়সী নবীনদের জন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যক্তিক হিসাব প্রচলন প্রসঙ্গে BB বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা। (০৩/১০/২০২৩)
১৪-১৮ বছর বয়সী নবীনদের জন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যক্তিক হিসাব প্রচলন প্রসঙ্গে BB বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা। (০৩/১০/২০২৩)
১৪-১৮ বছর বয়সী নবীনরাও এখন বিকাশ নগদ একাউন্ট খুলতে পারবে: বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক
(সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ) বাংলাদেশ ।
প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০
তারিখ: ১৮ আশ্বিন, ১৪৩০
০৩ অক্টোবর, ২০২৩
পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট
পিএসডি সার্কুলার নং- ১২/২০২৩
ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশে কার্যরত সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার প্রতিষ্ঠান
প্রিয় মহোদয়,
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে 'স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কৌশল হিসেবে দেশের সকল জনগোষ্ঠিকে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম-এ আনয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক 'ক্যাশলেস বাংলাদেশ' উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রচলিত আর্থিক ব্যবস্থার সাথে পরিচিতকরণের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির প্রসার বৃদ্ধির লক্ষ্যে ১৪-১৮ বছর বয়সী নবীনদের এমএফএস একাউন্ট খোলার সুযোগ দেয়া হলে একটি বিপুল সংখ্যক ডিজিটাল পেমেন্ট সিস্টেমস ব্যবহারকারীদের নিয়ন্ত্রিত পেমেন্ট ইকোসিস্টেমে সংযুক্ত করা যেমন সম্ভব হবে তেমনি ক্যাশলেস সোসাইটি গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তা একটি কার্যকরী ভূমিকা রাখতে সহায়ক হবে। বর্ণিত প্রেক্ষাপটে, ১৪-১৮ বছর বয়সী নবীন জনগোষ্ঠীর ডিজিটাল লেনদেনের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৪-১৮ বছর বয়সী নবীনদের এমএফএস ব্যক্তিক হিসাব প্রচলন ও পরিচালনা সংক্রান্ত নিম্নোক্ত নীতিমালা জারি করা হলোঃ
০১. হিসাব খোলার উপযুক্ততাঃ ১৪-১৮ বছর বয়সী নবীনরা এরূপ এমএফএস হিসাব খুলতে পারবে;
০২. নাগরিকত্বঃ ১৪-১৮ বছর বয়সী হিসাব খুলতে আগ্রহী ব্যক্তি এবং অভিভাবক/আইনগত অভিভাবক উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে;
০৩. হিসাব খোলার প্রক্রিয়া ও পরিচালন পদ্ধতিঃ
ক) ১৪-১৮ বছর বয়সী নবীনদের এমএফএস হিসাব খোলার সময় হিসাব খুলতে আগ্রহী ব্যক্তি এবং অভিভাবকের যথাক্রমে জন্মসনদ এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর এন্ট্রি করতে হবে। এরূপ হিসাব খোলার জন্য অভিভাবকের এমএফএস হিসাব বাধ্যতামূলকভাবে লিংকড এমএফএস একাউন্ট হিসেবে ব্যবহৃত হবে। তাই পিতা/মাতা/অভিভাবকের এমএফএস হিসাবটির Authetication নিশ্চিতকরণ সাপেক্ষে এ হিসাব খুলতে হবে। এতদ্বিষয়ে বিএফআইইউ সার্কুলার নং-২০ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে;
খ) পিতা/মাতা/ আইনগত অভিভাবকের সম্মতি সাপেক্ষে এরূপ এমএফএস হিসাব খুলতে হবে। হিসাব খোলার ক্ষেত্রে অভিভাবকের সম্মতি গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের মোবাইলে OTP প্রেরণ করার ব্যবস্থা থাকতে হবে এবং উক্ত OTP সন্নিবেশনের মাধ্যমে অভিভাবকের সম্মতি গ্রহণ করতে হবে। এছাড়াও এসকল একাউন্টসমূহের লেনদেনের ক্ষেত্রে হিসাবধারীর মোবাইল নম্বরে মেসেজ প্রেরণ নিশ্চিত করতে হবে। একইসাথে লেনদেনের তথ্য সম্পর্কে অভিভাবককে মেসেজ বা অন্য যেকোন পদ্ধতিতে অবহিতকরতঃ নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে;
০৪. এমএফএস হিসাবে অর্থ জমাকরণ পদ্ধতিঃ ১৪-১৮ বছর বয়সী নবীনদের এরূপ এমএফএস হিসাবসমূহে শুধুমাত্র অভিভাবকের লিংকড এমএফএস হিসাব / ব্যাংক হিসাব / কার্ড/ ই-ওয়ালেট হতে অর্থ জমা করা যাবে। এক্ষেত্রে আলোচ্য হিসাবসমূহে এজেন্ট পয়েন্ট অথবা অন্য কোন এমএফএস হিসাব / ব্যাংক হিসাব / কার্ড/ ই-ওয়ালেট হতে অ্যাড মানি করা যাবে না;
চলমান পৃষ্ঠাঃ ০২ ফোন : ৮৮-০২-৯৫৫০৪৪৮, ৯৫৫৪৮৯৬, আইপি ঃ ৮৮-০২-৫৫৬৬৫০০১-৬, ফ্যাক্স: ৮৮-০২-৯৫৩0499, Web : www.bb.org.bd
Bangladesh Bank এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...