সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির প্রধান শিক্ষক পদটি গেজেটেড/নন গেজেটেড বিষয়ে স্পষ্টিকরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (২৪/০৯/২০২৩)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির প্রধান শিক্ষক পদটি গেজেটেড/নন গেজেটেড বিষয়ে স্পষ্টিকরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (২৪/০৯/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
নম্বর-38,০০,০০০০.০8.12.007.16-392
তারিখ: ৯ আশ্বিন ১৪৩০
২৪ সেপ্টেম্বর ২০২
বিষয়ঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির প্রধান শিক্ষক পদটি গেজেটেড/নন গেজেটেড বিষয়ে স্পষ্টিকরণ।
১। জনাব আব্দুল কাইয়ুম, প্রধান শিক্ষক, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথ, সিলেট এর তারিখের আবেদন।
২। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্র নং-০৫.০০.০০০০, ১৫৫.১৫.00৫.২০১৩.১৮৯, তারিখ-০৩.০৬.২০২১
৩। প্রধান হিসাব রক্ষণ কার্যালয়ের পত্র নং-সিএ প্রাগম/নিঃ-২/১৪৯/২০৯(৩), তারিখ-১৩.০১.২০১৬।
৪। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং-০৮.০০৮.০৩৮,০০,০০,০০২,২০১৫-৫০৪, তারিখ-১২,৮.২০১৫।
৫। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং-৩.০০৮.০০.০০.০০.০১০.২০১৩-১১২, তারিখ-০৯,০৩,২০১৪।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ৫ নং সূত্রস্থ আদেশমূলে ২য় শ্রেণিতে উন্নীতকরণের সময় গেজেটেড হিসেবে উল্লেখ না থাকায় ২ নং সুত্রস্থ জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক পত্রের মর্মানুযায়ী উক্ত পদটি নন-গেজেটেড কর্মচারী হিসেবে বিবেচিত। সে বিবেচনায় চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ অনুযায়ী তাদের প্রাপ্য টাইম স্কেলসহ বেতন ভাতাদি নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক তা কার্যকরের লক্ষ্যে মাঠ পর্যায়ের হিসাবরক্ষণ অফিসসমূহে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হ'ল।
সংযুক্তি: বর্ণনামতে।
স্বাক্ষরিত
মোহাম্মদ কবির উদ্দীন
উপসচিব
No comments
Your opinion here...