ad

সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে বীমা সেবার আওতায় আনয়নের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি বীমা কোম্পানি গঠনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত MOPA এর নির্দেশনা। (৩১/০৮/২০২৩)

Views

 


সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে বীমা সেবার আওতায় আনয়নের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি বীমা কোম্পানি গঠনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত MOPA এর নির্দেশনা। (৩১/০৮/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয় 
সচিবালয় শাখা 
www.mopa.gov.bd

স্মারক নম্বর: ০5.00.0000.122.02.018.23-284

তারিখ: ১৬ ভাদ্র ১৪৩0
৩১ আগস্ট 2023

বিষয়: সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে বীমা সেবার আওতায় আনয়নের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি বীমা কোম্পানি গঠনের বিষয়ে মতামত প্রদান। 
সূত্র: (১) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর স্মারক নম্বর: 05 .81.0000.007.99.010.22-105; তারিখ: ১১ এপ্রিল 2023।

(২) জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর: 05.০০.0000.122.02.018, 23-231; তারিখ: ০৩ আগস্ট 2023।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে বীমা সেবার আওতায় আনয়নের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীন একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাবের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রোক্ত ২ নং স্মারকে মতামত আহবান করা হয়। কিন্তু অদ্যাবধি অনেক মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা থেকে চাহিত মতামত পাওয়া যায়নি।

০২। এমতাবস্থায়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের আওতাধীন অসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে বীমা সেবার আওতায় আনয়নের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীন একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাবের বিষয়ে আগামী ১০/০৯/২০২৩ তারিখের মধ্যে ই-নথিতে পত্রজারির মাধ্যমে বা Nikosh Font -এ হার্ডকপি ও সফট কপি adminsec@mopa.gov.bd ইমেইল ঠিকানায় চাহিত মতামত প্রেরণের জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত
 
মোসা. তাসলিমা আলী
সিনিয়র সহকারী সচিব
ফোন: ৯৫১৪৮৮৯ 
ইমেইল: adminsec@mopa.gov.bd



এ সংক্রান্ত সকল পত্র ও নীতিমালার পিডিএফঃ

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.