সরকারি চাকুরীজীবীদের অনলাইনে GPF balance যাচাইয়ের নিয়ম
Views
সরকারি চাকুরীজীবীদের অনলাইনে GPF balance যাচাইয়ের নিয়ম
ধাপ -১: প্রথমে মোবাইল/কম্পিউটারের chrome/firefox borwser থেকে google search এ গিয়ে লিখুন gpf bd
অথবা সরাসরি www.cafopfm.gov.bd তে visit করুন।
GPF Information option এ click করুন।
ধাপ -২: এরপর আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর (NID) দিন।
*২০১৭-১৮ সালের পূর্বে যাদের চাকুরী শুরু তাঁদের ১৭ digit এর পুরাতন NID
*যাদের ১৩ ডিজিটের NID তাদের ১৩ digit এর সাথে শুরুতে ৪ digit এর জন্মসাল input করে ১৭ digit করে নিতে হবে।
*২০১৭-১৮ সালের পর ১০ digit এর smart nid দিয়ে যাদের পে- ফিক্সেশন, তাদের ক্ষেত্রে ১০ ডিজিট ই প্রযোজ্য।
তারপর, আপনার মোবাইল নম্বর দিন যে নম্বরটি আপনার পে ফিক্সেশন বা ইএফটি করার সময় দিয়েছিলেন।
ধাপ -৩: Submit বাটনে ক্লিক করার পর Employee Verification এর জন্য আপনার মোবাইলে ৪ ডিজিটের একটি OTP কোড পাঠানো হবে। ওটিপি কোডটি দিয়ে আবার Submit করুন।
ধাপ -৪: সর্বশেষ gpf information নামে একটি page open হবে সেখানে ACCOUNT SLIPও GPF SUBSIDARY LEDGER নামে দুটি opiton থাকবে।
Watch the Video for a better understanding.
No comments
Your opinion here...