ad

সরকারি চাকুরীজীবীদের অনলাইনে GPF balance যাচাইয়ের নিয়ম

Views

 


সরকারি চাকুরীজীবীদের অনলাইনে GPF balance যাচাইয়ের নিয়ম
আগে জিপিএফ তথ্য জানার জন্য আর্থিক বছর শেষে উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে জিপিএফ একাউন্ট স্লিপ সংগ্রহ করতে হতো। যা বর্তমানে অনেক সহজ হয়ে গেছে। ঘরে বসে নিজেই নিজের andorid মোবাইল/কম্পিউটারের মাধ্যমে অনলাইনেই আপনি আপনার GPF Balance জানতে পারছেন।
ধাপ -১: প্রথমে মোবাইল/কম্পিউটারের chrome/firefox borwser থেকে google search এ গিয়ে লিখুন gpf bd
অথবা সরাসরি www.cafopfm.gov.bd তে visit করুন।
GPF Information option এ click করুন।
ধাপ -২: এরপর আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর (NID) দিন।
*২০১৭-১৮ সালের পূর্বে যাদের চাকুরী শুরু তাঁদের ১৭ digit এর পুরাতন NID
*যাদের ১৩ ডিজিটের NID তাদের ১৩ digit এর সাথে শুরুতে ৪ digit এর জন্মসাল input করে ১৭ digit করে নিতে হবে।
*২০১৭-১৮ সালের পর ১০ digit এর smart nid দিয়ে যাদের পে- ফিক্সেশন, তাদের ক্ষেত্রে ১০ ডিজিট ই প্রযোজ্য।
তারপর, আপনার মোবাইল নম্বর দিন যে নম্বরটি আপনার পে ফিক্সেশন বা ইএফটি করার সময় দিয়েছিলেন।
ধাপ -৩: Submit বাটনে ক্লিক করার পর Employee Verification এর জন্য আপনার মোবাইলে ৪ ডিজিটের একটি OTP কোড পাঠানো হবে। ওটিপি কোডটি দিয়ে আবার Submit করুন।
ধাপ -৪: সর্বশেষ gpf information নামে একটি page open হবে সেখানে ACCOUNT SLIPও GPF SUBSIDARY LEDGER নামে দুটি opiton থাকবে।


Watch the Video for a better understanding.

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.