ad

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 'এপিএ বাস্তবায়ন সেল' গঠন সংক্রান্ত DPE এর অফিস আদেশ।(১৪/০৯/২০২৩)

Views


 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 'এপিএ বাস্তবায়ন সেল' গঠন সংক্রান্ত DPE এর অফিস আদেশ।(১৪/০৯/২০২৩)

New Cell for DPE .

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মিরপুর, সেকশন-২, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর- ৩৮.০১.0000.৩00.0৬,00৩,২৩. ১৫২৫

তারিখ :৩০ ভাদ্র ১৪৩০

১৪ সেপ্টেম্বর ২০23

অফিস আদেশ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮.00.0000.00১.২২,0১২.১৭-৩০৬; তারিখ : ১৩ জুলাই, ২০২৩ এর সিদ্ধান্তের আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন দপ্তর ও প্রতিষ্ঠানের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, ফলাফলধর্মী কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং কর্মকৃতি বা Performance মূল্যায়নের লক্ষ্যে প্রবর্তিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কার্যক্রম সুচারুপুপে বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 'বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন সেল' গঠন করা হলো।
২। সেলটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 'এপিএ বাস্তবায়ন সেল' শিরোনামে পরিচালিত হবে।

৩। সেলের জনবল কাঠামো :

১. উপ পরিচালক-০১ জন (৫ম গ্রেড)

২. সহকারী পরিচালক ০১ জন (৬ষ্ঠ গ্রেড)

৩. শিক্ষা অফিসার/গবেষণা অফিসার ০৩ জন

৪. কম্পিউটার অপারেটর/ডাটা এন্ট্রি অপারেটর- ০১ জন

৫. অফিস সহায়ক- ০১ জন

৪। সেলে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগণের দায়িত্ব ও কর্তব্য : ক. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং আওতাধীন দপ্তর/প্রতিষ্ঠানসমূহের এপির'র কৌশলগত অংশ প্রণয়ন এবং বাস্তবায়ন; খ. মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), জাতীয় শুদ্ধাচার কৌশল, ই-গভর্নেন্স ও ইনোভেশন, সিটিজেন্স চার্টার, তথ্য অধিকার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন; গ. অনলাইন এবং অফলাইনে (প্রযোজ্য ক্ষেত্রে) এপিএ'র কৌশলগত উদ্দেশ্য এবং আবশ্যকীয় উদ্দেশ্য সংক্রান্ত ১ম হতে ৪র্থ (সকল) ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন দাখিল; ঘ. অর্জিত সূচকসমূহের প্রমানক সংগ্রহ এবং দাখিল। প্রমানক এবং প্রয়োজনীয় তথ্য, ডকুমেন্ট এবং প্রতিবেদন সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল লাইন ডিভিশন, শাখা, সেল এবং প্রকল্পসমূহের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন;

ঙ. মাঠ পর্যায়ে দপ্তর এবং প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), জাতীয় শুদ্ধাচার কৌশল, ই-গভর্নেন্স ও ইনোভেশন, সিটিজেন্স চার্টার, তথ্য অধিকার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ, সমন্বয় ও তত্ত্বাবধান এবং চ. কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত অন্যান্য দায়িত্ব।

৫। এপিএ বাস্তবায়ন সেলের সার্বিক কার্যক্রম প্রশাসন বিভাগের নিয়ন্ত্রনাধীনে পরিচালিত হবে। ৬। কর্তৃপক্ষ যে কোন সময় অফিস আদেশের মাধ্যমে সেলের জনবল হ্রাস/বৃদ্ধি এবং সেলের কার্যক্রম নিয়ন্ত্রন/সম্প্রসারণ করতে পারবে।

স্বাক্ষরিত

এস. এম. আনছারুজ্জামান পরিচালক (প্রশাসন)



DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.