জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক নির্বাচনের জন্য আবেদন গ্রহণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২০/০৯/২০২৩)
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক নির্বাচনের জন্য আবেদন গ্রহণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২০/০৯/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম
সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম মা
ধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
স্মারক নং-এসইডিপি/ডিএনসি/মন্ত্রণালয় ও যোগাযোগ/01/2023/230
তারিখ: ০৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
বিষয় : জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষক নির্বাচনের জন্য আবেদন গ্রহণ সংক্রান্ত৷
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (সাধারণ/মাদ্রাসা/কারিগরি/সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযুক্ত মাধ্যমিক শাখা) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত ৮ম ও ৯ম শ্রেণিতে পাঠ্যপুস্তক এর সাহায্যে শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। আমরা জানি, নতুন শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন হয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক/কর্মকর্তাগণকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষক হতে আগ্রহী মাধ্যমিক পর্যায়ে (সাধারণ/মাদ্রাসা/কারিগরি) শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত শিক্ষক (যাদের পিডিএস/ইনডেক্স নম্বর রয়েছে/স্থায়ী নিয়োগ) এবং কর্মকর্তার ক্ষেত্রে শুধু উপজেলা একাডেমিক সুপারভাইজারগণের নিকট হতে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করা হবে (নির্দেশিকা সংযুক্ত)। প্রশিক্ষক হতে আগ্রহী সংশ্লিষ্ট শিক্ষক/কর্মকর্তগণকে www.emis.gov.bd ওয়েবসাইটে NCF মডিউলে প্রশিক্ষকগণের জন্য আবেদন ফরম' লিংকের মাধ্যমে নিম্নবর্ণিত ছকের সময়সীমা অনুযায়ী আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ক্রমিক নং
পর্যায়
আবেদনের সময়সীমা
জেলা পর্যায়ের প্রশিক্ষক
২১ সেপ্টেম্বর - ২৪ সেপ্টেম্বর, ২০২৩
উপজেলা পর্যায়ের প্রশিক্ষক
২৫ সেপ্টেম্বর ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি.
১. মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে (সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাদের ইআইআইএন নম্বার আছে। তার প্রতিশঠানের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনে যোগ্য শিক্ষকগণকে আবেদন করার বিষয়ে উৎসাহিত করার জন্য অনুরোধ করা হলো।
২. একজন শিক্তাষক/কর্মকর্তা শুধু একটি পর্যায়ের প্রশিক্ষক হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
বিষয়টি জরুরি।
সংযুক্তিঃ
2. প্রশিক্ষকদের জন্য আবেদন করার নির্দেশিকা
স্বাক্ষরিত
(মোসা: আইরিন কৃষ্ণ)
সহকারী পরিচালক ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম, স্কিম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্ত
বাংলাদেশ, ঢাকা।
পিডিএফ ডাউনলোড
No comments
Your opinion here...