ad

২৮ সেপ্টেম্বর, ২০২৩ বিশ্ব জলাতঙ্ক দিবস পালন প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (১৮/০৯/২০২৩)

Views

 


২৮ সেপ্টেম্বর, ২০২৩ বিশ্ব জলাতঙ্ক দিবস পালন প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (১৮/০৯/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

 www.dpe.gov.bd

স্মারক নম্বর- 38.০1 00000107.19-003.17.1538

তারিখ: ০২ আশ্বিন- ১৪৩0 

১৮ সেপ্টেম্বর - ২০২৩

বিষয় ঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩ বিশ্ব জলাতঙ্ক দিবস পালন প্রসঙ্গে।

সূত্র : স্মারক নং-স্বা:অধি/রো: নি:/জুনোটিক ডিজিজ/জলাতঙ্ক দিবস/২০২৩/২১৩৩ তারিখঃ ০৩/৯/২৩

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা হতে প্রাপ্ত বিবেচ্য পত্রসহ সংযুক্ত কাগজ/তথ্যাদি এতদসংগে প্রেরণ করা হলো । প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জলাতঙ্ক রোগ সম্পর্কিত তথ্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উপস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্ত ঃ ১১ পাতা ।

স্বাক্ষরিত

 মোহাম্মদ নজীরুল ইসলাম সহকারী 

পরিচালক (সা.প্র.) 

ফোন: ৫৫০৭৪৯১৭ 

adgeneraldpe@gmail.com

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা - ১২১২

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সাধারণ প্রশাসন শাখা

স্মারক নং-হাঃ অধিঃ/রো: নিঃ/জুনোটিক ডিজিজ/জলাতঙ্ক দিবস/ ২০২৩/ ২১৩৩


বরাবর

মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

(দৃ: আ: সহকারী পরিচালক, সাধারণ প্রশাসন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর)

বিষয়:- ২৮ সেপ্টেম্বর ২০২৩ বিশ্ব জলাতঙ্ক দিবস পালন প্রসঙ্গে

উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা, সিডিসি অপারেশনাল প্ল্যানের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম দেশব্যাপি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি, এ রোগে মৃত্যুর হার শতভাগ। পৃথিবীতে প্রতি বছরে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষ কুকুর, বিড়াল, শিয়াল, বেজি ও বানরের কামড়-আঁচড়ের শিকার হয়ে থাকে, যাদের মধ্যে বেশির ভাগই শিশু। মরণব্যাধি জলাতঙ্ক রোগের ভয়াবহতা উপলব্ধি, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে ২০০৭ সাল থেকে ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় 'Rabies: ALL FOR 1, ONE HEAL:H FOR ALL' যার বাংলা ভাবানুবাদ 'জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান। উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ও দেশীয় সংগঠনের সাথে সমন্বয়ের মাধ্যমে দিবসটি জাতীয় ও স্থানীয় পর্যায়ে পালনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে সারাদেশের শিক্ষার্থীদের মাঝে জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে রোগটি নির্মূলের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই জনসচেতনতামূলক কার্যক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারী প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে জলাতঙ্ক নির্মূলে করণীয় শীর্ষক আলোচনাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জলাতঙ্ক রোগ সম্পর্কিত তথ্য শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উক্ত কার্যক্রম সফলভাবে আয়োজনের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

সংযুক্তি:

১। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জলাতঙ্ক সম্পর্কিত আলোচনার জন্য বার্তা

২। জনসচেতনতামূলক ভিডিও এর ইউটিউব লিঙ্ক

স্বাক্ষরিত

অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, 

পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও 

লাইন ডাইরেক্টর (সিডিসি) 

স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা ১২১২








DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.