মাউশি অধিদপ্তরাধীন দপ্তরসমূহের Citizen's Charter নিজস্ব ওয়েবসাইটে আপলোড ও সুবিধাজনক স্থানে স্থাপন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২৪/০৯/২০২৩)
মাউশি অধিদপ্তরাধীন দপ্তরসমূহের Citizen's Charter নিজস্ব ওয়েবসাইটে আপলোড ও সুবিধাজনক স্থানে স্থাপন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২৪/০৯/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক নং- 37.02.0000.109.99.024.21-104
তারিখ: 28/06/2022 খ্রি.
বিষয়: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তরসমূহের Citizen's Charter নিজস্ব ওয়েব সাইটে আপলোডকরণ ও সুবিধাজনক স্থানে স্থাপন সংক্রান্ত
সূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর সিটিজেন চার্টার পরিবীক্ষণ কমিটি'র সভার সিদ্ধান্ত
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর আওতাধীন দপ্তরসমূহের Citizen's Charter (সংযুক্ত নমুনা মোতাবেক) নিজস্ব ওয়েব সাইটে আপলোড ও নিজ দপ্তরে সেবাগ্রহীতার সহজে দৃশ্যমান সুবিধাজনক স্থানে স্থাপন করে মাউশি অধিদপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(মোঃ এনামুল হক হাওলাদার)
উপপরিচালক (কলেজ-২)
পিডিএফ ডাউনলোড
No comments
Your opinion here...