উপবৃত্তি আপডেট (০৮/০৯/২০২৩)
Views

উপবৃত্তি আপডেট (০৮/০৯/২০২৩)
৯ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর ২০২৩
#খুলনা,বরিশাল,চট্টগ্রাম, সিলেট বিভাগের ইউজারগণ, নতুন এন্ট্রি, শ্রেণি হালনাগাদ,ক্লাস্টারে প্রেরন, যাচাই-বাছাই ও অনুমোদন করতে পারবেন।
#এছাড়াও সার্ভার সমস্যাজনিত কারনে রাজশাহী, রংপুর,ঢাকা ও ময়মনসিংহ বিভাগের শতভাগ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় উক্ত বিভাগগুলোর সময় বর্ধিত করনের সিদ্ধান্ত নিয়েছে উপবৃত্তি বিভাগ যার সময়সূচির ব্যাপারে পরবর্তী নির্দেশনায় পাওয়া যাবে।
#লগ ইন জটিলতা বা পাসওয়ার্ড ভুল সংক্রান্ত বা অন্য কোন ধরনের সমস্যা দেখা দিলে সংশ্লিস্ট বিভাগসমুহের উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণের সমন্বয়ে গঠিত হোয়াটসঅ্যাপ গ্রুপে জানালে সমাধান পাওয়া যাবে।
কৃতজ্ঞতা : জনাব মো: জিয়াউল কবীর সুমন
শিক্ষা অফিসার, উপবৃত্তি বিভাগ,ডিপিই
জরুরী বিজ্ঞপ্তি
আগামী 09/09/202৩খ্রি. তারিখ থেকে ১২/০৯/২০২৩খ্রি. তারিখ পর্যন্ত ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি, যাচাই-বাছাই ও অনুমোদনের কার্যক্রম এবং ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শ্রেণি হালনাগাদ, যাচাই-বাছাই ও অনুমোদনের কার্যক্রম পরিচালনার নিমিত্ত PESP MIS Software-এর সংশ্লিষ্ট মডিউল ও অপশন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসমূহের জন্য উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, যেহেতু উপবৃত্তির সার্ভার (PESP MIS Software) সময়ে সময়ে ডাউন হয়ে যাওয়ায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগসমূহের ইউজারগণের বর্ণিত কার্যাদি শতভাগ সম্পন্নকরণ বাধাগ্রস্থ হয়েছে সেহেতু উক্ত চারটি বিভাগের ইউজারগণের জন্য পরবর্তীতে সময় বৃদ্ধিপূর্বক কার্যাদি সম্পন্নের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ০8/09/2023খ্রি.

উপবৃত্তি আপডেট 2
যেসকল বিদ্যালয়ের শ্রেনীহালনাগাদ তালিকায় শুন্য ডেটা বা আংশিক ডেটা এসেছে তাদের ডেটা বিকেলের মধ্যে যুক্ত হবে। আপাতত যেটুকু আছে সেটুকু হালনাগাদ করতে পারেন এবং নতুন এন্ট্রির কার্যক্রম চালিয়ে যেতে পারেন।
উপবৃত্তি সংক্রান্ত
ডুপ্লিকেট বাথ রেজিস্ট্রেশন ইজ ফাউন্ড
লেখা আসলে আমরা অনেকেই এটাকে সার্ভারের প্রবলেম মনে করি। মূলত এটি সার্ভারের কোন সমস্যা নয়।
এ লেখা আসার কারণ
১। উল্লেখিত শিক্ষার্থী অবশ্যই কোন না কোন বিদ্যালয়ে উপবৃত্তির সফটওয়্যার এ এন্ট্রি আছে।
কোথায় আছে জানবেন কিভাবে
নিজ বিদ্যালয়ের প্রাথমিক তালিকায় জন্মসনদ নাম্বার বসিয়ে খুজুন/ সার্চ দিলেই পাওয়া যেতে পারে।
সেখানে না পেলে পর্যায়ক্রমে সহকারী উপজেলা শিক্ষা অফিসার/উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি থেকে সার্চ দিলে অবস্থান জানা যাবে।
অবস্থান জানতে পারলে পরবর্তীতে ট্রান্সফার অপশন চালু হলে নিজ প্রত্যাশিত বিদ্যালয়ে ফিরিয়ে আনতে পারবেন।
কি কি কারনে অবস্থান নির্ণয় করতে পারবেন না
# শিক্ষার্থীকে আগেই নিস্ক্রিয় বা শ্রেনী চক্রের সমাপ্তি দিয়ে ফেললে।
তাই আপনার বিদ্যালয়ে বর্তমানে(২৩ শিক্ষাবর্ষে, বিশেষ করে শিশু-৫ম) না পড়লে তাকে আনটাচ রেখে দিন। ট্রান্সফার অপশন চালু হলে ট্রান্সফার করে দেবেন।
অবস্থান জানলেও কোন কাজ করতে না পারলে বা নিস্ক্রিয় ডেটাকে সক্রিয় করতে চাইলে শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার লিখে আপিনার উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে বিভাগীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে সিমাধান পাবেন।
No comments
Your opinion here...