ad

উপবৃত্তি সংক্রান্ত প্রশ্নোত্তর

Views


 উপবৃত্তি সংক্রান্ত প্রশ্নোত্তর:

ডুপ্লিকেট জন্মনিবন্ধ লেখা আসলে যথাক্রমে বিদ্যালয়/সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি থেকে জন্মনিবন্ধন নাম্বার লিখে সার্চ দিলে শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।পরে সে মোতাবেক ব্যবস্থা নিতে পারবেন।

যেসকল শিক্ষার্থী বিদ্যালয়ে এখন আর নেই তাদের কোন প্রকার আপডেট করার প্রয়োজন নাই।ট্রান্সফার অপশন চালু হলে ট্রান্সফার করে দিতে হবে তাদের।তবে ২০২২ এর (১ম -৫ম শ্রেণী) পর্যন্ত বিদ্যালয়ের ক্ষেত্রে ৫ ম শ্রেনীর এবং (১ম -৮ম শ্রেণী) পর্যন্ত বিদ্যালয়ের ক্ষেত্রে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠচক্র সমাপ্ত সিলেক্ট করে ক্লাস্টারে প্রেরণ করতে হবে।
লগইন এক্ষেত্রে সেভ করা পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ ও ক্যাপচা পরিহার করা হবে কিনা?

যেভাবে আছে সেভাবে থাকবে । একটি আইডিতে একই সময়ে মাত্র একজন কাজ করবেন।তবে বাড়ানোর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।
অনেক প্রধান শিক্ষক বদলি হওয়ায় /অবসরে যাওয়ায় পূর্বের আইডি পাসওয়ার্ড ব্যবহার করা ঝামেলা হচ্ছে। এক্ষেত্রে পরবর্তীতে চলমান আইডি দিয়ে প্রবেশের সুযোগ দেবার কার্যক্রম গ্রহণ করা হবে।
এসব ক্ষেত্রে পেমিসের পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ করা যেতে পারে। তাহলে স্থানীয় পর্যায়ে পাসওয়ার্ড রিসেটের সু্যোগ থাকে। পাসওয়ার্ড পুনরুদ্ধারের ব্যবস্থা রাখা।

বিষয়ে কার্যক্রম নেয়া হবে শিঘ্রই
পাসওয়ার্ড কী টাইপ করা হচ্ছে সেটা আই আইকন ক্লিক করে দেখার ব্যবস্থা রাখা।

ডাটা এন্ট্রির সময় ২৪ ঘণ্টা করা যায় কি না।

আপতত সুযোগ নেই।

এবার বিশেষ এন্ট্রির সুযোগ দেওয়া হবে কি?

এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত/নির্দেশনা জানিয়ে দেয়া হবে।
ট্রান্সফার অপশন কবে নাগাদ চালু হতে পারে।

চালু করা হবে
একটি আইডি দিয়ে একই সময়ে একাধিক ইউজার ব্যবহারের সুযোগ না হলে বেশি সংখ্যক শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়ের সমস্যা হচ্ছে।

বিবেচনা করা হচ্ছে

দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক বিদ্যালয় ৪+ শিক্ষার্থীদের শ্রেণি/শাখার বিষয়ে নির্দেশনা।
এন্ট্রি দেয়া যাবে আপাতত দুই শাখায় বিভক্ত করে।

ভুল এন্ট্রি অপশন নিয়ে আলোচনা।
শ্রেণীতে রিপিটার হলে রিপিটার, আর ভুলের কারণে একই শ্রেণীতে রাখলে ভুল এন্ট্রি দিতে হবে।

শ্রেণি হালনাগাদে ভুল হলে সাবমিটের আগে বিদ্যালয় পর্যায়ে সংশোধনের সুযোগ রাখা।
আইবাস করে দিতে চেয়েছেন। তবে এখন ক্লাস্টারে প্রেরণ করে ফেরত এনে প্রয়োজনীয় সংশোধন করে নিতে পারবেন।
একজন শিক্ষার্থীর নাম অনেক দীর্ঘ হওয়ায় এন্ট্রি নিচ্ছেনা। এক্ষেত্রে করণীয়?

সমাধান হবে শিঘ্রই।

নিস্ক্রিয় শিক্ষার্থী সক্রিয় করার পদ্ধতি।

জন্ম নিবন্ধন নাম্বার উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে উপবৃত্তি বিভাগে পাঠাতে হবে।
যে সকল বিদ্যালয়ে শ্রেণি হালনাগাদে শিক্ষার্থী আংশিক বা সম্পূর্ণ পাওয়া যাচ্ছে না। এ ক্ষেত্রে করণীয়?

আপাতত যেটুকু আছে সে কাজটুকু শেষ করুন। শিঘ্রই মিসিং ডেটা পেয়ে যাবেন।

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.