প্রাথমিক উপবৃত্তি এন্ট্রি সংক্রান্ত কতিপয় কমন সমস্যা ও সম্ভাব্য সমাধান।
প্রাথমিক উপবৃত্তি এন্ট্রি সংক্রান্ত কতিপয় কমন সমস্যা ও সম্ভাব্য সমাধান।
আশা করছি এখান থেকে অনেক সমস্যার সমাধান পাবেন।
প্রাথমিক উপবৃত্তি তথ্য এন্ট্রি/ হালনাগাদ ২০২৩ সমস্যা ও সমাধানঃ সময়সীমাঃ ০৫-০৮ সেপ্টেম্বর / ২০২৩ ১. শিক্ষার্থীর English Name Invalid দেখাচ্ছে। সমাধানঃ সফটওয়্যার সমস্যা, আপাতত সেগুলো রেখে দিন। পরে সেগুলো এন্ট্রির সুযোগ আসবে। ২. শিক্ষার্থীর বাবা- মা উভয়ের এনআইডি নাই (একজনের আছে): সমাধানঃ আপাততঃ সেগুলো আলাদা করে রেখে দিন, পরে বিশেষ অপশন যুক্ত হলে এন্ট্রি করতে পারবেন। ৩. যেসকল শিক্ষার্থী বর্তমানে অন্যত্র চলে গেছে তাদের কি করবো? সমাধানঃ আপাততঃ সেগুলোর কোন কাজ করবেন না । ট্রান্সফার অপশন যুক্ত হলে ট্রান্সফারকরণ করে দিবেন। ৪.শিক্ষার্থীর জন্মনিবন্ধন/ অনলাইন নাই, কিভাবে এন্ট্রি করবো? সমাধানঃ অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক। অভিভাবককে অনলাইন জন্মনিবন্ধন করার জন্য অনুরোধ করবেন।
No comments
Your opinion here...