ad

ই-ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত RTHD এর প্রজ্ঞাপন। (১৩/০৮/২০২৩)

Views

 


ই-ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত RTHD এর প্রজ্ঞাপন। (১৩/০৮/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) 

নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২।

(www.brta.gov.bd)

QR code সম্বলিত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ড্রাইভিং লাইসেন্স সহজিকরণ প্রক্রিয়ায় গ্রাহকগণ বিআরটিএ'র সার্কেল অফিসে সশরীরে না এসে ঘরে বসে অনলাইনে ই-পেপার ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীগণকে দক্ষতা যাচাই পরীক্ষা পাশের পর বিআরটিএ সার্ভিস পোর্টাল (www.bsp.brta.gov.bd) এর মাধ্যমে ফিসহ ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে হবে। লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে গ্রাহকের নিজস্ব বিএসপি একাউন্ট হতে কিউআর কোড ( QR code) সম্বলিত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে প্রিন্ট কিংবা মোবাইলে সফট কপি প্রদর্শন করে মোটরযান চালানোর কাজে ব্যবহার করা যাবে। ডাউনলোডকৃত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স কিউআর কোড (QR code) এর মাধ্যমে সঠিকতা যাচাই করা যাবে এবং মূল ড্রাইভিং লাইসেন্স হিসেবে পরিগণিত হবে। এ বিষয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

বিআরটিএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ 

বিআরটিএ সংস্থাপন শাখা 

www.rthd.gov.bd

প্রজ্ঞাপন

তারিখ: ২৬ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ/১০ আগষ্ট ২০২৩ খ্রিস্টাব্দ

নং-৩৫.০০.০০০০.০২০.০৬.০২৮.২২-৫৯০ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকগণ ড্রাইভিং লাইসেন্সের ন্যায় স্মার্ট মোবাইল ফোনে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে ব্যবহার করতে পারবে। যা QR কোডের মাধ্যমে যাচাই করা যাবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



রাষ্ট্রপতির আদেশক্রমে

স্বাক্ষরিত

মোঃ মনিরুল আলম 

উপসচিব




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.