ad

পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম - এর আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রদত্ত স্কুল-মাদ্রাসা-কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG) -এর অর্থ ব্যয়ের বিল ভাউচার প্রেরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (৩১/০৮/২০২৩)

Views

 


পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম - এর আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রদত্ত স্কুল-মাদ্রাসা-কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG) -এর অর্থ ব্যয়ের বিল ভাউচার প্রেরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (৩১/০৮/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম, 

সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা। 

E-mail: pbgsedp2021@gmail.com

স্মারক নম্বর। পিবিজিএসআই/এসইডিপি/এসএমএজি/৪৪/২০২৩ / ২৭২

তারিখ: ১৬ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ 

৩১ আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দ

বিষয়: পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম, আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রদত্ত “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG /MMAG / BAG) " এর অর্থ ব্যয়ের বিল ভাউচার প্রেরণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ৫০০০ (পাঁচ হাজার) প্রতিষ্ঠানে “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG /MMAG/IGBAG) " হিসেবে ৫,০০,০০০/- (পার্চ লক্ষ) টাকা করে প্রদান করা হয়েছে। উক্ত অনুদানের অর্থের উপর সরকারী বিধি মোতাবেক খাতভিত্তিক ভ্যাট, আয়কর এবং অব্যয়িত টাকা (যদি থাকে) অঞ্চলভিত্তিক কোডে জমা প্রদানপূর্বক চালান ও বিল ভাউচারের ফটোকপি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে আগামী ৩০/০৯/২০২৩ খ্রি. তারিখের মধ্যে স্কিম দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ)

স্কিম পরিচালক 

ফোন নম্বর: ০2-226631300



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.