ad

প্রাথমিক শিক্ষা বার্তা'য় (২য় বর্ষ, ২য় সংখ্যা, জুলাই ২০২৩) প্রকাশের জন্য সংবাদ/প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশনা প্রদান প্রসঙ্গে NAPE এর নির্দেশনা। (২০/০৮/২০২৩)

Views


প্রাথমিক শিক্ষা বার্তা'য় (২য় বর্ষ, ২য় সংখ্যা, জুলাই ২০২৩) প্রকাশের জন্য সংবাদ/প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশনা প্রদান প্রসঙ্গে NAPE এর নির্দেশনা। (২০/০৮/২০২৩)

প্রাথমিক শিক্ষা বার্তায় দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যা জুলাই ২০২৩ প্রকাশের জন্য সংবাদ প্রতিবেদন এর জন্য মহাপরিচালক নেপ মহোদয়ের পত্র

 জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি 

ময়মনসিংহ

 www.nape.gov.bd

তারিখ: ৫ ভাদ্র ১৪৩০

২০ আগস্ট ২০২৩

স্মারক নং: 38,০4,0000.401.16.172.17-501

বিষয়: 'প্রাথমিক শিক্ষা বার্তা'য় (২য় বর্ষ, ২য় সংখ্যা, জুলাই ২০২৩) প্রকাশের জন্য সংবাদ/প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশনা প্রদান প্রসঙ্গে। 

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০৮,৯৯,০০৩,২০,৭০/১ (১); তারিখ: ০৩/০৩/২০২১ খ্রি

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) বোর্ড অব গভর্নরস (বিওজি)-এর ৩৯তম সভার সিদ্ধান্তের পরিপ্রক্ষিতে প্রাথমিক শিক্ষা বিভাগের স্বাম্মাসিক নিউজলেটার হিসেবে প্রাথমিক শিক্ষা বার্তা নেপ কর্তৃক নিয়মিত প্রকাশিত হয়। 'প্রাথমিক শিক্ষা বার্তা'-র প্রতি সংখ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন সকল দপ্তর/প্রতিষ্ঠান/সংস্থা/শাখা এবং মাঠপর্যায়ের প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট নিয়মিত সংবাদ ও বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়। ইতোমধ্যে 'প্রাথমিক শিক্ষা বার্তা'র তিনটি সংখ্যা প্রকাশিত হয়েছে। জানুয়ারি, ২০১৩ থেকে জুন, ২০২৩ সময়কালে অনুষ্ঠিত কার্যক্রমের সংবাদ/প্রতিবেদন/সচিত্র প্রতিবেদন/বিশেষ নিবন্ধ প্রাথমিক শিক্ষা বার্তা'-র (২য় বর্ষ, ২য় সংখ্যা) জুলাই, ২০২৩-এ প্রকাশ করা হবে।

০২। 'প্রাথমিক শিক্ষা বার্তা'য় (২য় বর্ষ, ২য় সংখ্যা, জুলাই ২০২৩) প্রকাশের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সচিত্র সংবাদ/প্রতিবেদন/লেখা সরবরাহ করার জন্য আপনার প্রতিষ্ঠানের ফোকাল পারসনকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো। আপনার অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান / সংস্থা / শাখা এবং মাঠপর্যায়ের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সংবাদ সরবরাহের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্যও অনুরোধ করা হলো। উল্লেখ্য, আপনার অধিদপ্তরের লাইব্রেরি এন্ড ডকুমেন্টশন সেলের গবেষণা কর্মকর্তা জনাব মুহাম্মদ ফজলে এলাহীকে 'প্রাথমিক শিক্ষা বার্তা'র সংবাদ সরবরাহের জন্য ফোকাল পারসন নির্ধারণ করা হয়েছে। প্রাশিঅ স্মারক নম্বর: 38.01.0000.300.007.18-77/6; তারিখ: ১৬/০৬/ 2021 খ্রি.)।

০৩। 'প্রাথমিক শিক্ষা বার্তা'য় প্রকাশের জন্য লেখা ৩১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। সংবাদ/প্রতিবেদন ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত কার্যক্রম সম্পর্কিত হতে হবে। কার্যক্রমের সংবাদ/প্রতিবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ছবি সংযুক্ত করতে হবে। প্রাথমিক শিক্ষা বার্তায় (২য় বর্ষ, ২য় সংখ্যা, জুলাই ২০২৩) প্রকাশের জন্য সংবাদ/প্রতিবেদন/সচিত্র প্রতিবেদন/বিশেষ নিবন্ধ ৩১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে লেখা প্রেরণের নির্দেশনা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সংবাদ/প্রতিবেদন সম্পাদকীয় দপ্তরের ই-মেইলে (language.nape@gmail.com) প্রেরণ করতে হবে। এ সম্পর্কিত যেকোনো তথ্য / পরামর্শের জন্য ভাষা অনুষদ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহ (ফোন: ০২৯৯৬৬৬৬১৬৫, মোবাইল: ০১৭১২-৫৪৭৭৬৮) ঠিকানায় যোগাযোগ করা যাবে।


স্বাক্ষরিত


মোঃ শাহ আলম (অতিরিক্ত সচিব) 

মহাপরিচালক

ফোন: 02996666305

ই-মেইল dgnape@gmail.com




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.