সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ গ্রুপকোডে এন্ট্রিকৃত ব্যাংক হিসাবের তথ্য বাতিল এবং প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এন্টিকরণ প্রসঙ্গে MOF এর নির্দেশনা। (২৭/০৭/২০২৩)
সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ গ্রুপকোডে এন্ট্রিকৃত ব্যাংক হিসাবের তথ্য বাতিল এবং প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এন্টিকরণ প্রসঙ্গে MOF এর নির্দেশনা। (২৭/০৭/২০২৩)
প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ব্যাংক একাউন্টের তথ্য iBas++ এ এন্ট্রিকরণ প্রসঙ্গে MOF এর নির্দেশনা। (২৪/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (SPFMS) কর্মসূচি
ইম্প্রুভমেন্ট অব পাবলিক ফাইন্যান্সিয়াল সার্ভিস ডেলিভারি ও ইমপ্লিমেন্টেশন অব BACS and iBAS++ স্কিম
আইইবি ভবন (৫ম তলা), শাহবাগ, ঢাকা-১০০০
নংঃ 07.00.0000.000.58.116.21-14
তারিখ: ৯ শ্রাবণ, ১৪৩০
২৪ জুলাই, ২০২৩
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ গ্রুপকোডে এন্ট্রিকৃত ব্যাংক হিসাবের তথ্য বাতিল এবং প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এন্টিকরণ প্রসঙ্গে।
সূত্র: অর্থ বিভাগের স্মারক নম্বর-07.00.0000.103.18.00319-1038, তারিখ: ১২ জুন ২০২২ খ্রি.
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে সকল সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সম্বলিত একটি ডাটাবেইজ তৈরির জন্য iBAS++ Stock Take of Bank Accounts' সাব-মডিউল উন্নয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। এ মডিউলে প্রত্যেক প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংক হিসাবের তথ্য প্রয়োজন। ইতঃপূর্বে উপজেলা শিক্ষা অফিসারগণ নিজ নিজ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য এ মডিউলে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ গ্রুপকোডে একত্রে এন্ট্রি করায় সিস্টেম হতে বিদ্যালয়ের বিপরীতে ব্যাংক হিসাবের তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে সিস্টেমে প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি করার সুবিধা সংযোজন করা হয়েছে। ইতোমধ্যে সিস্টেমে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে পৃথকভাবে ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য সন্নিবেশ করার সুবিধার্থে পূর্বের এন্ট্রিকৃত তথ্য বাতিল করা হয়েছে।
২। বর্ণিতাবস্থায়, প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে পৃথকভাবে ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি করার জন্য সকল উপজেলা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের নিমিত্ত নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(বিলকিস জাহান রিমি)
প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর ও
অতিরিক্ত সচিব (প্রবিধি)
BACS and iBAS++ স্কিম
No comments
Your opinion here...