ad

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ১২৫০২০৬০০০০০০ -উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহ খাতে বরাদ্দ প্রদান সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২৪/০৮/২০২৩)

Views

 


২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ১২৫০২০৬০০০০০০ -উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহ খাতে বরাদ্দ প্রদান সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২৪/০৮/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা।

স্মারক নং ৩৭,০২,০০০০,১০২.২০.০০৬.১৮- ৩২১২/৬

তারিখ: ২৩/০৮/২০২৩ খ্রিঃ

প্রেরক: মহাপরিচালক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা। 

প্রাপক: চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার

শিক্ষা মন্ত্রনালয় ৪৫, পুরানা পল্টন, ঢাকা।

বিষয় : ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ১২৫০২০৬০০০০০০-উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহ” খাতে বরাদ্দ প্রদান ।

২০২৩-২৪ অর্থবছরে "১২৫০২০৬০০০০০০ উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহ" খাত হতে সংযুক্ত তালিকা মোতাবেক বরাদ্দ ব্যয় ও বিলির জন্য তাঁর নিয়ন্ত্রনাধীনে অর্পণ করা হলো এবং বরাদ্দকৃত অর্থ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত আর্থিক ক্ষমতা অর্পণ ও আর্থিক ক্ষমতা পুণঃঅর্পণ বিধি মোতাবেক ব্যয় করার জন্য অনুমতি ও মঞ্জুরী দেয়া হলো।

০২। শ্রানিবিনোদন ছুটি প্রতিষ্ঠান প্রধান তাঁর অধীনস্থ শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের মঞ্জুর করবেন এবং প্রতিষ্ঠান প্রধানগণের ছুটি

অধিদপ্তর মঞ্জুর করবে: ০৩। ৩২১১-প্রশাসনিক ব্যয়, ৩২৪৪-ভ্রমন ও বদলি, ৩২৪৩-পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট, ৩২৫৫ মুদ্রণ ও মনিহারি, ৩২৫৮-মেরামত ও সংরক্ষণ এবং ৪১১২ যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয় খাতসমূহের অধীন উপখাতসমূহে বরাদ্দকৃত অর্থ হতে ২০২২-২৩, ২০২১-২২ ও ২০২০-২১ অর্থবছরের বকেয়াসমূহ পরিশোধের অনুমতি প্রদান করতে পারবে: ০৪। বরাদ্দকৃত অর্থ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আর্থিক ক্ষমতা অর্পণ ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ বিধি মোতাবেক ব্যয় করতে হবে;

০৫। বরাদ্দ ব্যয়ের ক্ষেত্রে এতদসংশ্লিষ্ট সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে;

০৬। এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোন ধরনের অনিয়ম উদ্ঘাটিত হলে সে ক্ষেত্রে ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে;

০৭। সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন খাতে কর্তনপূর্বক বরাদ্দ প্রদান করা হলো বিধায় বরাদ্দকৃত অর্থ শতভাগ ব্যয় করতে পারবে; 

০৮। উদ্বৃত্ত অর্থ ৩০.০৬.২০২৪ তারিখের মধ্যে সমর্পণ করবে।


সংযুক্তিঃ বরাদ্দ পত্রের ০১ পৃষ্ঠা


স্বাক্ষরিত

(অধ্যাপক নেহাল আহমেদ) 

মহাপরিচালক 

ফোনঃ ০২-২২৩৩৮৩৩৯০




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.