ad

মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি ও ব্যবহার বিষয়ক ১(এক) দিনের প্রশিক্ষণের অগ্রগতি প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে DME এর নির্দেশনা। (২৪/০৮/২০২৩)

Views

 


মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি ও ব্যবহার বিষয়ক ১(এক) দিনের প্রশিক্ষণের অগ্রগতি প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে DME এর নির্দেশনা। (২৪/০৮/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা

পাইড হাউস (৭ম ও ১০ম তলা) নিউ বেইলি রোড, ঢাকা

www.dme.gov.bd

তারিখ: ৯ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ

২৪ আগস্ট 2023 খ্রিস্টাব্দ

স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০০৬.২১.০০১.১৮.১২১


বিষয়: মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি ও ব্যবহার বিষয়ক ১(এক) দিনের প্রশিক্ষণ নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজন ও পরবর্তীতে মাল্টিমিডিয়ার ব্যবহার

সংক্রান্ত। সূত্র: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের স্মারক নং- ৫৭.২৫.০০০০.০০৬.২১.০০১.১১৪, তারিখ: ২৭/০৭/২০২৩খ্রি.

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, সুংরোক্ত স্মারকের মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় গভর্নিংবডি/ম্যানেজিং কমিটির সহায়তায় আইসিটি শিক্ষকের তত্ত্বাবধানে ২০ আগষ্ট ২০২৩ তারিখের মধ্যে মাল্টিমিডিয়া কনটেন্ট, এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি তৈরি, মাল্টিমিডিয়া ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ক ১ (এক) দিনের প্রশিক্ষণের আয়োজন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

২। উক্ত নির্দেশনার প্রেক্ষিতে গৃহীত কার্যক্রম আগামী ৩১/০৮/২০১৩ খ্রি. তারিখের মধ্যে ই-মেইল dg@dme.gov.bd ঠিকানায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মোঃ জিয়াউল আহসান 

পরিচালক




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.