প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঠিক তথ্য সংগ্রহকরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২০/০৮/২০২৩)
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঠিক তথ্য সংগ্রহকরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২০/০৮/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
সমন্বিত উপবৃত্তি কর্মসূচি বাড়ি-৪৪, সড়ক- ১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯
www.pmeat.gov.bd
স্মারক নং- এইচএসপি/ এমআইএস / আইসিটি শাখা / মাঠ পর্যায়ের ফাইল। ২০২৩/৬ (১৩)
তারিখ: ১৪.০৮.২০২৩ খ্রি.
বিষয়: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঠিক তথ্য সংগ্রহকরণ ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার (HSP. MIS)-এর ব্যবহার সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঠিক মোবাইল নম্বর HSP-MIS সফটওয়্যারে সংরক্ষণ থাকা প্রয়োজন। উক্ত মোবাইল নম্বরের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের পাসওয়ার্ড ব্যবস্থাপনার জন্য OTP প্রেরণ এবং সে মোতাবেক তথ্যাদি সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নিম্নবর্ণিত ছক মোতাবেক তাঁর আওতাধীন উপজেলা / থানার স্কিমভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যাদি সংগ্রহপূর্বক একত্রিত করে Excel Sheet এর মাধ্যমে সফটকপি স্কিমের hsp@pmeat.gov.bd ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। কোন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্কিমের ঠিকানায় ই- মেইল পাঠালে তা গ্রহণযোগ্য হবে না।
স্বাক্ষরিত
(মোহাম্মদ আসাদুল হক)
স্কিম পরিচালক (উপসচিব)
ফোন নং-02-55002072
No comments
Your opinion here...