২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের পাঠ্যসূচিতে ২০২৩ সালের অনুরূপ ইউনিট নাম্বার সংশোধন এবং অন্যান্য বিষয়ের পাঠ্যসূচিতে পরীক্ষার সাল পরিবর্তন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১৬/০৮/২০২৩)
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের পাঠ্যসূচিতে ২০২৩ সালের অনুরূপ ইউনিট নাম্বার সংশোধন এবং অন্যান্য বিষয়ের পাঠ্যসূচিতে পরীক্ষার সাল পরিবর্তন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১৬/০৮/২০২৩)
(একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
৬৯-৭০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
www.nctb.gov.bd
স্মারক নম্বর: 37.06.0000.301.32.104.17.2
তারিখ: ২ শ্রাবণ ১৪৩০ বঙ্গান্দ
১৭ জুলাই 2023 খ্রিস্টাব্দ
বিষয়: ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্র বিষয়ের পাঠ্যসূচিতে ২০২৩ সালের অনুরূপ ইউনিট নম্বর সংশোধন এবং অন্যান্য বিষয়ের পাঠ্যসূচিতে পরীক্ষার সাল পরিবর্তন
২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন সংক্রান্ত সিদ্ধান্তসহ মাননীয় শিক্ষা মন্ত্রীর স্বাক্ষরে শিক্ষা মন্ত্রণালয়ের একটি পত্র (নং-৩৭,০০,০০০০,০৯১,৯১,০০১,২৩-৩০৭, তারিখ ০৫/০৭/২০২৩) গৃহীত হয়েছে। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার বিষয়সমূহের পাঠ্যসূচি ২০২৩ সালের মতই হবে বলে ইতিপূর্বে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু ২০২৪ সালের এইচএসসি English For Today পাঠ্যপুস্তকের ইউনিটসমূহের ধারাবাহিকতা ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত English For Today হতে ভিন্ন হওয়ায় ২০২৪ সালের পাঠ্যপুস্তক অনুযায়ী পাঠ্যসূচির ইউনিটগুলো সজ্জিত করে সংশোধিত পাঠ্যসূচি তৈরি করা হয়েছে। এছাড়া এইচএসসির অন্যান্য সকল বিষয়ের ২০২৩ সালের পাঠ্যসূচি ২০২৪ সালের জন্য রূপান্তর করা হয়েছে।
এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে উপযুক্ত সিদ্ধান্তসমূহ অবগত করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
প্রফেসর মোঃ ফরহাদুল ইসলাম
চেয়ারম্যান
মহাপরিচালক, মহাপরিচালকের দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
No comments
Your opinion here...