বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী সম্পর্কিত তথ্য প্রেরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১৬/০৮/২০২৩)
বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী সম্পর্কিত তথ্য প্রেরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১৬/০৮/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং
শিক্ষা ভবন, ঢাকা
www.dshe.gov.bd
তারিখ: ১৬/0৮/২০২৩ খ্রিঃ
স্মারক নম্বর- ৩৭,০২,০০০০,১১৫.৫২.00১, ১৯,১৬৭
বিষয়: বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী সম্পর্কিত তথ্য প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বর্তমানে বর্ষার অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে।
এমতাবস্থায় তাঁর আওতাধীন জেলা/উপজেলায় কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত থাকলে তার তথ্য এবং শিক্ষার্থীর তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর ই-মেইল director.mew@gmail.com এ আগামী ২২ আগস্ট ২০২৩ আরিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরী।
[ সংযুক্তি: তথ্য ছক- ১ পাতা |
(প্রফেসর মো: আমির হোসেন)
পরিচালক
মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
তারিখ: ১৬/০৮/২০১৩ খ্রি:
No comments
Your opinion here...