ad

গত ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে উপবৃত্তির অর্থ বিতরণকালে বাউন্স ব্যাককৃত ডাটা / মোবাইল একাউন্ট সংশোধিত সময়সূচি মোতাবেক সংশোধন সংক্রান্ত DPE এর নির্দেশনা।(২২/০৮/২০২৩)

Views

 




গত ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে উপবৃত্তির অর্থ বিতরণকালে বাউন্স ব্যাককৃত ডাটা / মোবাইল একাউন্ট সংশোধিত সময়সূচি মোতাবেক সংশোধন সংক্রান্ত DPE এর নির্দেশনা।(২২/০৮/২০২৩)

বাউন্স ব্যাককৃত ডাটা/মোবাইল একাউন্ট সংশোধিত সময়সূচি মোতাবেক সংশোধন সংক্রান্ত DPE এর নির্দেশনা।(২২/০৮/২০২৩)

** ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ- ২২/০৮/২০২৩ থেকে ২৪/০৮/২০২৩ পর্যন্ত( সকাল ৯:০০টা-সন্ধ্যা ৬:০০টা)
** খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ(২৫/০৮/২০২৩ থেকে ২৮/০৮/২০২৩ পর্যন্ত( সকাল ৯:০০টা-সন্ধ্যা ৬:০০টা)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক : ৩৮.০১.০০০০,১৯৩, ১৪, ০১১ (৩), ২০২১- ১৯৯১
তারিখ: ০৭ ভাদ্র ১৪৩০
২২ আগস্ট ২০২৩
বিষয় : গত ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে উপবৃত্তির অর্থ বিতরণকালে বাউন্স ব্যাককৃত ডাটা / মোবাইল একাউন্ট সংশোধিত সময়সূচি মোতাবেক সংশোধন সংক্রান্ত।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং- ৩৮.০১.০০০০,১৯৩,১৪,০১১ (৩), ২০২১-১৯৯১, তারিখ: ২১/০৮/২০২৩খ্রি,
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২০২১-২২ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২১ সময়ের উপবৃত্তির অর্থ বিতরণকালে এবং ২০২২-২৩ অর্থবছরে জানুয়ারী-জুন/২০২২ সময়ের ও জুলাই-ডিসেম্বর / ২০২২ সময়ের উপবৃত্তির অর্থ বিতরণকালে উল্লেখযোগ্য সংখ্যক মোবাইল একাউন্ট ত্রুটিপূর্ণ এবং নিষ্ক্রিয় থাকার কারণে উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক করেছে। উক্ত বাউন্স ব্যাককৃত উপবৃত্তির অর্থ সংশ্লিষ্ট সুবিধাভোগী শিক্ষার্থী-অভিভাবকের মোবাইল একাউন্টে পুনরায় বিতরণের লক্ষ্যে ত্রুটিপূর্ণ/নিষ্ক্রিয় মোবাইল একাউন্টসমূহ সংশোধনের নিমিত্ত সূত্রোক্ত স্মারক মোতাবেক পত্র প্রেরণ করা হয়। সে প্রেক্ষিতে ২২/০৮/২০২৩ খ্রি. তারিখ থেকে একই সাথে সকল বিভাগের জন্য PESP MIS Software উন্মুক্ত করার ফলে বর্ণিত সংশোধন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্নকরণ ব্যাহত হচ্ছে মর্মে জানা যায়।

০২। এমতাবস্থায়, নিম্নে বর্ণিত সংশোধিত সময়সূচি মোতাবেক বাউন্স ব্যাককৃত ডাটা / মোবাইল একাউন্ট নম্বর সংশ্লিষ্ট প্রধান শিক্ষক কর্তৃক বিনা ব্যর্থতায় সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:
বি:দ্র: বিভাগীয় পর্যায়ের উপবৃত্তি হোয়াটস অ্যাপ গ্রুপে ডাটা/মোবাইল একাউন্ট সংশোধন সংক্রান্ত প্রেরিত বিজ্ঞপ্তি/নির্দেশনা অনুসরণযোগ্য।
স্বাক্ষরিত

মোঃ কবির উদ্দিন সহকারী পরিচালক (উপবৃত্তি)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর dirpesd.dpe@gmail.com





বাউন্স ব্যাককৃত ডাটা/মোবাইল একাউন্ট সংশোধনের পর্যায়ক্রমিক ধাপসমূহ।

উপবৃত্তির পোর্টালে প্রবেশ করে ছবিতে দেখানো হলুদ টিক চিহ্ন অনুযায়ী ধাপে ধাপে সংশোধন করা যাবে।












No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.