জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম
জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়মে নতুন সংশোধন: সরকার প্রজ্ঞাপন জারি করেছে
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়মে নতুন সংশোধন এনেছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় (তারিখ: বুধবার, ৯ আগস্ট ২০২৩) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, Bangladesh National Anthem, Flag and Emblem Order, 1972 (President's Order No. 130 of 1972) এর Article 5 অনুযায়ী সরকারের ক্ষমতাবলে People’s Republic of Bangladesh Flag Rules, 1972-এর Rule 7 সংশোধন করা হয়েছে।
🔹 নতুন সংশোধিত নিয়ম
পূর্ববর্তী Rule 7 এর paragraph XII বাতিল করে সেখানে নতুন নির্দেশনা সংযোজন করা হয়েছে। সংশোধিত বিধানে বলা হয়েছে—
“জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সময় প্রথমে পতাকাটি সম্পূর্ণ উচ্চতায় উত্তোলন করতে হবে এবং এরপর পতাকাদণ্ডের দৈর্ঘ্যের এক-চতুর্থাংশ সমান দূরত্বে নামাতে হবে। দিন শেষে পতাকাটি নামানোর আগে পুনরায় শীর্ষে উঠিয়ে নিতে হবে।”
🔸 উদাহরণ হিসেবে গেজেটে উল্লেখ
যদি পতাকাদণ্ডের দৈর্ঘ্য ২৪ ফুট হয়, তবে পতাকার শীর্ষ ও দণ্ডের শীর্ষের মধ্যে দূরত্ব হবে ৬ ফুট।
-
যদি পতাকাদণ্ডের দৈর্ঘ্য ২৮ ফুট হয়, তবে দূরত্ব হবে ৭ ফুট।
🔹 কার্যকারিতা
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই সংশোধন অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মোঃ মাহবুব হোসেন, মন্ত্রিপরিষদ সচিব।
🔸 সারসংক্ষেপ
এই সংশোধনের মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সুনির্দিষ্ট পরিমাপ ও প্রক্রিয়া আরও স্পষ্টভাবে নির্ধারণ করা হলো। এর ফলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জাতীয় দিবসে পতাকা ব্যবহারের ক্ষেত্রে ঐক্যবদ্ধতা ও শৃঙ্খলা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়মঃ




No comments
Your opinion here...