বাউন্সড ব্যাক ডাটা সংশোধনের পরিবর্তিত সময়সূচি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি। (২৪/০৮/২০২৩)
Views
বাউন্সড ব্যাক ডাটা সংশোধনের পরিবর্তিত সময়সূচি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি। (২৪/০৮/২০২৩)
** ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ- ২৫/০৮/২০২৩ থেকে ২৮/০৮/২০২৩ পর্যন্ত।
** খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ(২৯/০৮/২০২৩ থেকে ০১/০৯/২০২৩ পর্যন্ত।
জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা সংশ্লিষ্ট ইউজারগণের সদয় অবগতি এবং কার্যার্থে জানানো যাচ্ছে, বাউন্সড ব্যাককৃত ডাটার অনুকূলে মোবাইল একাউন্ট সংশোধনে PESP MIS Software এর জটিলতা/সমস্যা সৃষ্টি হওয়ায় বিভাগভিত্তিক পুনরায় নিম্নবর্ণিত সময়সূচি মোতাবেক উক্ত সংশোধনের কার্যক্রম সম্পন্নের জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো।
বাউন্সড ব্যাক ডাটা সংশোধনের সময়কাল:
প্রতিদিন: সকাল ০৯:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত (শুক্র-শনিবারসহ)।
ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ | ২৫/০৮/২০২৩ থেকে ২৮/০৮/২০২৩ তারিখ |
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ | ২৯/০৮/২০২৩ থেকে ০১/০৯/২০২৩ তারিখ
• উক্ত সময়ে শুধু প্রধান শিক্ষক পোর্টালে লগইন করে পূর্বে প্রেরিত ধাপ অনুসরণ করে সংশোধন করবেন।
• একটি ইউজার দিয়ে একই সময়ে কেবলমাত্র একজন লগইন করে সংশোধনের কাজ করতে পারবেন।
• একজন ইউজার একই সময়ে একাধিক ব্রাউজারে লগইন করে সংশোধনের কাজ করতে পারবেন না।
• বর্তমান মোবাইল একাউন্ট সংশোধন কার্যক্রমে প্রধান শিক্ষক বাদে অন্যান্য ইউজারগণ পোর্টালে লগইন করতে পারবেন না (বন্ধ রয়েছে)।
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ২৪/০৮/২০২৩খ্রি.
No comments
Your opinion here...