পিইডিপি-৪ এর আওতায় নিয়োজিত প্রাক প্রাথমিক শিক্ষক/শিক্ষিকাগণের ২০২৩-২৪ অর্থবছরের বেতন ভাতাদি পরিশোধের নিমিত্ত উপজেলা/থানা শিক্ষা অফিসের অনুকূলে বরাদ্দ প্রদান সংক্রান্ত MOPME এর নির্দেশনা।(০৯/০৭/২০২৩)
Views
পিইডিপি-৪ এর আওতায় নিয়োজিত প্রাক প্রাথমিক শিক্ষক/শিক্ষিকাগণের ২০২৩-২৪ অর্থবছরের বেতন ভাতাদি পরিশোধের নিমিত্ত উপজেলা/থানা শিক্ষা অফিসের অনুকূলে বরাদ্দ প্রদান সংক্রান্ত MOPME এর নির্দেশনা।(০৯/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
স্মারক নং 38.01.0000.500.88.001.22-07
তারিখ: ২৫ আষাঢ় ১৪৩০
০৯ জুলাই ২০২৩
প্রেরক: এইচ এম আবুল বাশার উপপরিচালক (অর্থ)
প্রাপক: চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সিজিএ ভবন, ৫ম তলা, সেগুন বাগিচা, ঢাকা।
বিষয়: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-আওতায় সাব-কম্পোনেন্ট "প্রাক প্রাথমিক শিক্ষা” বাস্তবায়নের নিমিত্ত ২০২৩-২৪ অর্থ বছরে পিইডিপি-৪ এর আওতায় নিয়োজিত প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক/শিক্ষিকাগণের (জুলাই-ডিসেম্বর/২৩ মাসের) বেতন ভাতাদির বাবদ ব্যয় নির্বাহকল্পে বরাদ্দ প্রদান ।
নির্দেশক্রমে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) এর সাব-কম্পোনেন্ট "প্রাক প্রাথমিক শিক্ষা" বাস্তবায়নের নিমিত্ত ২০২৩-২৪ অর্থ
বছরে পিইডিপি-৪ এর আওতায় নিয়োজিত প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক/শিক্ষিকাগণের (জুলাই-ডিসেম্বর/২৩ মাসের) বেতন ভাতাদি বাবদ ব্যয়
নির্বাহের জন্য নিম্নোক্ত ছকের খাত ও অর্থনৈতিক কোডের সর্বমোট ৩০০,৬৬,৩৪,৩০৫.০০ (তিনশত কোটি ছেষট্টি লক্ষ চৌত্রিশ হাজার তিনশত পাঁচ) টাকা সংযুক্ত তালিকার থানা/উপজেলা শিক্ষা অফিসারগণের অনুকূলে বরাদ্দ এবং ব্যয় করার মঞ্জুরী জ্ঞাপন করা হলো।
২। এ ব্যয় ২০২৩-২৪ অর্থ বছরের উন্নয়ন বাজেটের মঞ্জুরী নং ২১, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সংস্থা কোড নং ১২৪ এবং হিসাবের খাত 2242379০০ এর আওতায় সংযুক্ত ছকে উল্লেখিত অর্থনৈতিক কোডের অনুকুলে বরাদ্দকৃত টাকা থেকে নির্বাহ হবে।
৩। অর্থ ব্যয়ের শর্তাবলি :
ক) বরাদ্দকৃত অর্থ ১০০% জিওবি খাত হতে ব্যয় নির্বাহ করতে হবে।
খ) কোন অবস্থায়ই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন/ব্যয় করা যাবে না।
(গ) এই ব্যয় কোন ক্রমেই সংযুক্ত ছকে বর্ণিত খাত এবং অর্থনৈতিক কোড ব্যতিত অন্য কোন উপখাত এবং কোডে ব্যয় করা যাবে না।
ঘ) এ বরাদ্দ হতে ২০২২-২৩ অর্থ বছরের (বকেয়া যদি থাকে) বিল পরিশোধ করা যাবে। তবে বিগত ২০২২-২৩ অর্থ বছরে জুন/২০২৩ মাস পর্যন্ত বেতন ভাতাদি বাবদ বরাদ্দ প্রদান সত্ত্বেও বকেয়া থাকার যথাযথ কারণ ব্যাখ্যাসহ বকেয়া বিলের সমপরিমাণ অর্থের কোড ভিত্তিক পুনরায় বরাদ্দ প্রদানের জন্য চাহিদাপত্র অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।
ঙ) সরকারী আর্থিক বিধি বিধান অনুসরণপূর্বক অর্থ ব্যয় করতে হবে।
চ) এ ব্যয়ের যাবতীয় অডিট তাঁর দপ্তরে সম্পাদিত হবে বিধায় খরচের সকল ভাউচার তাঁর অফিসে সংরক্ষণ করতে হবে যেন চাহিবা মাত্র পাওয়া যায়।
ছ) বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিবরণী অবশ্যই ডিপিই-এর Web-based Computerized Accounting System এ ৭ (সাত) দিনের মধ্যে এন্ট্রি দিতে হবে। অন্যথায় পরবর্তী বরাদ্দ দেয়া সম্ভব হবে না ।
জ) কোন প্রকার অনিয়মিত ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন।
৪। এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।
৫ । চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার-কে পৃষ্ঠাংকনপূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে (প্রয়োজন অনুযায়ী) প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
এইচ এম আবুল বাশার
উপপরিচালক (অর্থ)
No comments
Your opinion here...