একই উপজেলা/থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করা প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (৩০/০৭/২০২৩)
Views
একই উপজেলা/থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করা প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (৩০/০৭/২০২৩)
একই উপজেলায় প্রাথমিক প্রধান শিক্ষকদের বদলি চালু হলো।।
অনলাইন আবেদনঃ ০৩ আগস্ট থেকে ০৫ আগস্ট - ২০২৩গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
www.dpe.gov.bd
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
স্মারক নম্বর: 38.০1 0000 400.19.002,21,179
তারিখ: ১৫ শ্রাবণ ১৪৩০
৩০ জুলাই ২০২৩
বিষয়: একই উপজেলা/থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করা প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, আগামী ০৩/০৮/২০১৩ তারিখ হতে অনলাইনে প্রধান শিক্ষকগণের একই উপজেলা/থানার মধ্যে নিম্নোক্ত সময়সূচী ও শর্ত মোতাবেক বদলি কার্যক্রম সম্পন্ন হবে।
(ক) ০৩/৮/২০২৩ হতে ০৫/৮/২০২০ তারিখ পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন:
(খ) ০৬/৮/২০২৩ হতে ০৮/৮/২০২৩ তারিখ পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন;
(গ) ০৯/৮/২০২৩ হতে ১১/০৮/২০২৩ তারিখ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন:
শর্তসমূহ:
ক) প্রধান শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ০১ বা ০২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
খ) যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারিকৃত সর্বশেষ “সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ন করবেন।
গ) যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুন:বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।
উল্লেখ্য আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোন রকম হস্তক্ষেপের সুযোগ নেই।
২। বর্ণিতাবস্থায় সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
নাসরিন সুলতানা
সহকারী পরিচালক
ফ্যাক্স: 02-9038122
No comments
Your opinion here...