ad

বিভাগীয় প্রার্থী হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (২৪/০৭/২০২৩)

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে নতুন নির্দেশনা জারি

উপশিরোনাম:
👉সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের পরীক্ষার অনুমতি ও ছাড়পত্র প্রদানে নতুন দায়িত্ব নির্ধারণ করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর


সংবাদ প্রতিবেদন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।

২০২৩ সালের ২৪ জুলাই (৯ শ্রাবণ ১৪৩০) তারিখে প্রকাশিত স্মারক নম্বর ৩৮.০১.০০০০.৪০০.২১.২০৭ অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ছাড়পত্র প্রদানের দায়িত্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের (DPEO) নিকট ন্যস্ত থাকবে।

অন্যদিকে, প্রধান শিক্ষকদের ক্ষেত্রে চাকরি সংক্রান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির দায়িত্ব বিভাগীয় উপপরিচালকগণের ওপর ন্যস্ত করা হয়েছে। তবে, যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন, তাদের ছাড়পত্র প্রদান করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (DG, DPE)

এ নির্দেশনার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ প্রক্রিয়ায় স্পষ্টতা ও প্রশাসনিক সহজীকরণ আনা হয়েছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এই নির্দেশনায় সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd


স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৪০০.২১.২০৭

তারিখ: ৯ শ্রাবণ ১৪৩০

২৪ জুলাই 2023

বিষয়: বিভাগীয় প্রার্থী হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন, লিখিত পরীক্ষার অনুমতি এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ছাড়পত্র প্রদানের দায়িত্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট ন্যস্ত থাকবে। এছাড়া প্রধান শিক্ষকদের চাকরি সংক্রান্ত যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির দায়িত্ব বিভাগীয় উপপরিচালকগণের নিকট ন্যস্ত করা হলো এবং চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ছাড়পত্র প্রদান করবে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

২। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

নাসরিন সুলতানা 

সহকারী পরিচালক

ফ্যাক্স: 02-9038122



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.