বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি-2023 তথ্য সংগ্রহের অগ্রগতি ও নির্ভুল তথ্য প্রদানের লক্ষ্যে সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (২৪/০৭/২০২৩)
বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি-2023 তথ্য সংগ্রহের অগ্রগতি ও নির্ভুল তথ্য প্রদানের লক্ষ্যে সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (২৪/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং- 38.01.0000.01.03.023.19-327
তারিখ: ০৮ শ্রাবণ, ১৪৩০ বঙ্গাব্দ
23 জুলাই, 2023 খ্রিষ্টাব্দ
বিষয়: বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি - ২০২৩ তথ্য সংগ্রহের অগ্রগতি ও নির্ভুল তথ্য প্রদানের লক্ষ্যে সময়সীমা বর্ধিতকরণ।
বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-2023 এর তথ্য সংগ্রহের নিমিত্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অনলাইন সফটওয়্যারে তথ্য আপলোডের সময়সীমা ছিল ২০ জুলাই 2023। নির্ধারিত সময়সীমার মধ্যে অনেক সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের তথ্য আপলোড করেননি এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ ডাটা অনুমোদন করেননি। প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ যথাযথভাবে দায়িত্ব পালন না করার কারণে মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ডিসেম্বর ২০২৩ এর মধ্যে এপিএসসি-২৩ এর প্রতিবেদন প্রণয়ন কঠিন হয়ে পড়বে। নিম্ন ছকসমূহে সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডাটা আপলোডের অগ্রগতির তথ্য উপস্থাপন করা হলো।
২। পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আরও লক্ষ্য করেছে যে, ইতোমধ্যে বিভিন্ন বিদ্যালয়ের আপলোডকৃত কিছু তথ্য প্রকৃত সংখ্যার সাথে গড়মিল রয়েছে (যেমন: শিক্ষার্থীর সংখ্যা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর বিবরণ ও বিদ্যালয়ের বিভিন্ন তথ্য)। সুতরাং এপিএসসি'র পূর্বের আপলোডকৃত তথ্য সংশোধন করার প্রয়োজন থাকলে তা সংশোধন করত: নির্দিষ্ট সময়সীমার মধ্যে সঠিক ও নির্ভুল তথ্য আপলোড করতে হবে।
৩। এমতাবস্থায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডিসেম্বর ২০২৩ এর মধ্যে এপিএসসি-২০২৩ এর প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে আগামী ৩০ জুলাই ২০২৩ তারিখের মধ্যে আবশ্যিকভাবে সঠিক ও নির্ভুল তথ্য আপলোড ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ কর্তৃক অনুমোদন নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ এ বিষয়ে ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
৪। বিষয়টি অতীব জরুরী।
স্বাক্ষরিত
খন্দকার দীন মোহাম্মদ
সহকারী পরিচালক (পরিঃ ও মূল্যাঃ )
admonitoringdpe@gmail.com





No comments
Your opinion here...