ad

নতুন আয়কর আইন-২০২৩ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমান দাখিলের বাধ্যবাধকতা। (Income Tax Act-2023, Page, 203)

Views

 


নতুন আয়কর আইন-২০২৩ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমান দাখিলের বাধ্যবাধকতা। (Income Tax Act-2023, Page, 203)

২৬৪। রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা।——–(১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (৩) এ উল্লিখিত ক্ষেত্রসমূহে একজন ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করিতে হইবে। (২) “রিটার্ন দাখিলের প্রমাণ” বলিতে বুঝাইবে (ক) রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকার পত্র; (খ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট; বা (গ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন। (৩) নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে “রিটার্ন দাখিলের প্রমাণ” দাখিল করিতে হইবে, যথা: ১. করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে, ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে; ২. কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হইতে হইলে; ৩. আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখিতে; ৪. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে; ৫. সমবায় সমিতির নিবন্ধন পাইতে; ৬. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হইতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে;


সম্পূর্ণ পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্ক নিচে দেয়া আছে।






Full PDF Download


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.