বিদ্যালয়বিহীন এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের জন্য প্রয়োজনীয় তথ্যসহ অগ্রাধিকারভিত্তিক প্রস্তাবিত বিদ্যালয়ের তালিকা প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (তাগিদপত্র ০৬/০৭/২০২৩)
বিদ্যালয়বিহীন এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের জন্য প্রয়োজনীয় তথ্যসহ অগ্রাধিকারভিত্তিক প্রস্তাবিত বিদ্যালয়ের তালিকা প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (তাগিদপত্র ০৬/০৭/২০২৩)
তাগিদ পত্র
প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক সংখ্যা:38.০1.0000. .700.117.014.12.16-279/10341
তারিখ: ২২ আষাঢ় ১৪৩০
৬ জুলাই ২০২৩
বিষয়: বিদ্যালয়বিহীন এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের জন্য প্রয়োজনীয় তথ্যসহ অগ্রাধিকারভিত্তিক প্রস্তাবিত বিদ্যালয়ের তালিকা প্রেরণ।
সূত্র: (ক) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর 38.01.00.117.014.12.16-247 / 64 / 1100; তারিখ: ২০ জুন ২০২৩।
(খ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-38.00.0000.012.14.009,16.-65, তারিখ: ১৫ মার্চ 2020
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সারাদেশের বিদ্যালয়বিহীন এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম চলমান আছে। উক্ত প্রকল্পের আওতায় বিদ্যালয়ের তালিকাভুক্তির লক্ষ্যে তাঁর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন সময়ে যে সকল বিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে তার মধ্য থেকে চাহিদা/প্রয়োজনীয়তা অনুসারে তাঁর জেলার জন্য অগ্রাধিকারের ক্রমানুসারে সর্বোচ্চ ৫টি (পাঁচটি) বিদ্যালয়ের একটি অগ্রাধিকার তালিকা গত ০৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে সংযুক্ত ছকের তথ্যসহ অধিদপ্তরে জরুরীভিত্তিতে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁর জেলা থেকে এ পর্যন্ত কোন তথ্য পাওয়া যায় নাই। উল্লেখ্য, নতুন বিদ্যালয়ের অগ্রাধিকার তালিকা প্রণয়নের সময় প্রস্তাবিত বিদ্যালয়ের প্রয়োজনীয়তা, ক্যাচমেন্ট এলাকার ছাত্রছাত্রীর সংখ্যা, চতুপাশের বিদ্যালয়সমূহের দূরত্ব, প্রাকৃতিক প্রতিবন্ধকতা/দূর্গমতা ইত্যাদি বিষয় বিবেচনা করে অগ্রাধিকার তালিকা প্রণয়ন করতে হবে। যে সকল এলাকায় ছাত্রছাত্রীর সংখ্যা নগণ্য এবং ভবিষতে বিদ্যালয় নির্মাণের প্রয়োজন নেই সে সকল এলাকার কোন বিদ্যালয়ের প্রস্তাব অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। অগ্রাধিকার তালিকা নির্ধারণের সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসকের সাথে আলোচনা করা যেতে পারে। উল্লেখ্য, অগ্রাধিকার তালিকার ১ নম্বর বিদ্যালয়টি সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত এবং ক্রমানুসারে ৫ নম্বর বিদ্যালয়টি এ তালিকার সবচেয়ে কম অগ্রাধিকারপ্রাপ্ত মর্মে বিবেচনা করা হবে। ইতোপূর্বে প্রেরিত প্রস্তাবে সংযুক্ত হকের তথ্য সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র (Documents) প্রেরণ করা হয়ে থাকলে বর্তমানে উক্ত কাগজপত্র (Documents) পুনরায় প্রেরণ করার প্রয়োজন নাই। যে সকল জেলায় সার্বিক বিষয় বিবেচনা করে নতুন বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা নেই সে সকল জেলা হতে অবশ্যই শূণ্য প্রতিবেদন প্রেরণ করতে হবে।
০২। বর্ণিতাবস্থায়, বিদ্যালয়বিহীন এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রস্তাবিত বিদ্যালয়সমূহের আবেদনসমূহ যথাযথ যাচাই-বাছাইয়ের লক্ষ্যে পত্রের সাথে সংযুক্ত সকল ঘাচিত তথ্যের নির্ভুল হার্ড কপি ও সফটকপি (Excel worksheet & Unicode NikoshBAN ফন্টে পূরণপূর্বক (dirplandpe@gmail.com. adplandpe@gmail.com ইমেইল ঠিকানায়) আগামী ১৩ জুলাই 2023 তারিখের মধ্যে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর জরুরীভিত্তিতে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, এ তারিখের মধ্যে প্রস্তাব প্রেরণ না করলে সংশ্লিষ্ট জেলায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা নাই মর্মে ধরে নেয়া হবে এবং প্রস্তাবিত প্রকল্পের বিদ্যালয়ের তালিকায় এ জেলা অন্তর্ভুক্ত করা হবে না। পরবর্তীতে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাকে বহন করতে হবে।
মোহাম্মদ মিজানুর রহমান
যুগ্মসচিব
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
ফোন: ০২-৫৫০৭৪৯৩৮
No comments
Your opinion here...