সাম্প্রতিক বন্যা/ঘূর্ণিঝড়/প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৬/০৭/২০২৩)
সাম্প্রতিক বন্যা/ঘূর্ণিঝড়/প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৬/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং: 38,০০,০০০০.700,99,009,18-277 / 589
তারিখ: ২২ আষাঢ় ১৪৩০
০৬ জুলাই ২০২৩
বিষয়: সাম্প্রতিক বন্যা/ঘূর্ণিঝড়/প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক বন্য ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য কারণে তাঁর জেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে এবং পাঠদান কার্যক্রম ব্যাহত হলে, সে ক্ষেত্রে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য স্থানীয় পর্যায়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে এ বিষয়ে উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে একটি প্রতিবেদন অত্র দপ্তরে অবিলম্বে প্রেরণ করা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের তালিকা 'তথ্য ছক মোতাবেক পূরণপূর্বক একটি প্রতিবেদন (হার্ড ও সফট কপি, ইমেইল: ddplandpe@gmail.com, aksad2019@gmail.com) প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
০২। এতদব্যতীত কোন সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গনের ফলে বিলুপ্ত হলে কিংবা নদী ভাঙ্গনের ফলে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকলে অথবা অন্য কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে তার বিস্তারিত তথ্যও অধিদপ্তরে প্রেরণের জন্য অনুরোধ জানানো হলো।
স্বাক্ষরিত
মোহাম্মদ মিজানুর রহমান পরিচালক
(পরিকল্পনা ও উন্নয়ন)
No comments
Your opinion here...