জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে 'আমার চোখে বঙ্গবন্ধু' বিষয়ে ১ মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি করার প্রতিযোগিতা আয়োজন সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৪/০৭/২৩)।
জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে 'আমার চোখে বঙ্গবন্ধু' বিষয়ে ১ মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি করার প্রতিযোগিতা আয়োজন সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৪/০৭/২৩)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩,২২-১১১৭
তারিখ: 08 জুলাই 2023
২০ আষাঢ় ১৪৩০
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর ০৩ জুলাই ২০২৩ তারিখের ৩৮,০০,০০০,০০,২৩,১২,২২।৯৪২ নম্বর স্মারকে জারীকৃত "জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে 'আমার চোখে বঙ্গবন্ধু' বিষয়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তির বর্ণনামতে।
স্বাক্ষরিত
মোহামদ নজরুল ইসলাম
সহকারী পরিচালক (সাধারন প্রশাসন)
৩.১। উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কমিটি কর্তৃক 'আমার চোখে বঙ্গবন্ধু' বিষয়ে ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণে ০৩টি গ্রুপে (ক. প্রাথমিক ও সমপর্যায় খ. মাধ্যমিক ও সমপর্যায় এবং গ. উচ্চ মাধ্যমিক ও সমপর্যায় ও তদুর্ধ) এক মিনিটব্যাপী ভিডিওচিত্র তৈরির প্রতিযোগিতা আয়োজন করতে হবে।
নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী ভিডিওটি নির্মাণ করতে হবে:
ক) ভিডিও ধারণের ক্ষেত্রে যেকোন মোবাইল ফোন বা ক্যামেরা নির্বাচন করা যেতে পারে;
খ) মোবাইলে ভিডিওটি ধারণের ক্ষেত্রে আড়াআড়িভাবে (১৬:৯ অনুপাত) করতে হবে; গ) ভিডিও ধারণের সময় স্থির ভিডিও পেতে ট্রাইপড বা স্ট্যান্ড ব্যবহার করা সব থেকে সুবিধাজনক;
ঘ) ভিডিও ধারণের সময় অপ্রয়োজনীয় শব্দ (নয়েজ) বাদ দিতে হবে :
ঙ) ডিডিওতে বক্তব্য স্পষ্ট হতে হবে;
চ) কপিরাইট রয়েছে এমন ভিডিও বা অডিও ব্যবহার থেকে বিরত থাকতে হবে;
ছ) ভিডিওটির ব্যাপ্তি সর্বোচ্চ ০১ মিনিট হতে হবে;
জ) ভিডিও সম্পাদনার সময় লক্ষ্য রাখতে হবে যেন দর্শকের দৃষ্টিকোণ থেকে যথাযথভাবে ভিডিওটি উপস্থাপিত হয়;
ঝ) ভিডিওটি মেইল/পেন ড্রাইভ/ড্রাইভ লিঙ্কের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার-এর নিকট ১৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। তবে, এক্ষেত্রে ড্রাইভ লিংকের এক্সেস পাবলিক ভিউ থাকতে হবে;
ঞ) ভিডিও-র মধ্যে প্রতিযোগীর নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, উপজেলার নাম এবং মোবাইল নম্বর দিতে হবে; এবং
ঠ) ভিডিও নির্মাণ সংক্রান্ত যেকোন পরামর্শ বা সহযোগিতা পেতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।
No comments
Your opinion here...