ad

বিগত ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ব্যয় বিবরণী ও ২০২৩-২৪ অর্থবছরের চাহিদা প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৪/৭ /২০২৩)

Views

 


বিগত ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ব্যয় বিবরণী ও ২০২৩-২৪ অর্থবছরের চাহিদা প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৪/০৭/২০২৩)



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd 


স্মারক নং-৩৮।.01.0000.152.020.87.2018.1867 (1055)


তারিখঃ আষাঢ় ১৪৩০

8 জুলাই ২০২৩


বিষয়ঃ বিগত ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ব্যয় বিবরণী ও ২০২৩-২৪ অর্থবছরের চাহিদা প্রেরণ সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় দপ্তর কোড ও খাত ভিত্তিক হিসাব বিবরণী এবং ২০২৩-২৪ অর্থবছরর রাজস্ব বাজেটের আওতায় দপ্তর কোড ও খাত ভিত্তিক প্রকৃত চাহিদা বর্ণিত ছক অনুসারে আগামী ০৬/০৭/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে তাঁর নিয়ন্ত্রণাধীন দপ্তরসমূহের হিসাব বিবরণী সংগ্রহপূর্বক একত্রিত করে বিশেষ বাহক মারফত অত্র দপ্তরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।


২। ২০২২-২৩ অর্থবছরের বকেয়া থাকলে সাল উল্লেখপূর্বক উপরের ছক মোতাবেক তথ্য প্রদান করতে হবে। নির্ধারিত তারিখের (06/07/2013 খ্রিঃ) মধ্যে খরচের হিসাব ও ২০২৩-২৪ অর্থবছরের চাহিদা প্রদান না করলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তা উপর বর্তাবে।

৩। ২০২২-২৩ অর্থবছরের খরচের হিসাব www.dpeais.com-এ অবশ্যই এন্ট্রি করতে হবে। ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ প্রাপ্তির পর অতিরিক্ত চাহিদা থাকলে মাসের ১ম সপ্তাহে তা ais এর Additional demand অংশে এন্ট্রি প্রদান করতে হবে। অন্যথায় কোন ধরনের অতিরিক্ত বরাদ্দ পদান করা হবে না।

বিষয়টি অতীব জরুরী।


স্বাক্ষরিত

 মোঃ মিজানুল হক

পরিচালক (অর্থ)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.