সকল শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত BUET এর নির্দেশনা। (১৯/০৭/২০২৩)
সকল শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত BUET এর নির্দেশনা। (১৯/০৭/২০২৩)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক এবং শিক্ষার্থীর জ্ঞাতার্থে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের গত ১৬/১১/২০১৯ তারিখের রে-২৭০৯ নং বিজ্ঞপ্তির বিষয়বস্তু পুনরায় নিম্নে উদ্বৃত করা হলো : “এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক এবং শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাইতেছে যে, এই বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হইয়াছে। সুতরাং কোন শিক্ষার্থী অনুমোদিত ক্লাব/সোসাইটি ব্যতীত কোন রাজনৈতিক দলের বা এর অঙ্গসংগঠনের অথবা অন্য কোন সংগঠনের সদস্য হইতে বা তার কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবে না। শিক্ষার্থীগণকে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে বর্ণিত নিয়মসমূহ যথাযথভাবে পালন করিতে হইবে এবং ইহা অমান্য করিলে অধ্যাদেশে বর্ণিত বিধি মোতাবেক তাহাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
এমতাবস্থায়, বুয়েটের কোন শিক্ষার্থী কে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোন মাধ্যমে/ ক্ষেত্রে তাহাদের সাংগঠনিক/রাজনৈতিক পরিচয় ব্যবহার না করিবার জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে এতদ্বারা নির্দেশ প্রদান করা হইলো।”
কর্তৃপক্ষের নির্দেশক্রমে,
স্বাক্ষরিত (অধ্যাপক ড. মোঃ ফোরকান উদ্দিন) রেজিস্ট্রার (অ. দা.)
No comments
Your opinion here...