ad

পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম এর আওতায় স্কুল-কলেজ-মাদ্রাসা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG) বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং শিক্ষক অভিভাবক সমিতি(PTA) নীতিমালা চূড়ান্তকরণের জন্য জাতীয় পর্যায়ে ওয়ার্কশপ আয়োজন প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (০৮/০৬/২০২৩)

Views

 


পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম এর আওতায় স্কুল-কলেজ-মাদ্রাসা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG) বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং শিক্ষক অভিভাবক সমিতি(PTA) নীতিমালা চূড়ান্তকরণের জন্য জাতীয় পর্যায়ে ওয়ার্কশপ আয়োজন প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (০৮/০৬/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস, এসইডিপি 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা।

E-mail : pbgsedp2021@gmail.com


তারিখ : ০৮/০৬/২০২৩খ্রি.


স্মারক নং-পিবিজিএসআই/এসইডিপি/পিটিএ/৪১/২০২২/১৯৩


বিষয়: "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)" ক্ষিমের আওতায় “স্কুল/কলেজ/মাদ্রাসা জবাবদিহি অনুদান (SMAG/MMAG/GBAG) " বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং “শিক্ষক অভিভাবক সমিতি (PTA)” নীতিমালা চূড়ান্তকরণের জন্য জাতীয় পর্যায়ে ওয়ার্কশপ আয়োজন প্রসঙ্গে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভূক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)” স্কিমের আওতায় “স্কুল/কলেজ/মাদ্রাসা জবাবদিহি অনুদান (SMAG / MMAG / GBAG)” প্রদানের উদ্দেশ্যে প্রথম পর্যায়ে সারাদেশের ৫০০০ প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানসমূহে অনুদানের টাকা আইবাস++ এর সহযোগিতায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) এর মাধ্যমে সম্পন্ন করা হবে। এই কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১২ জুন ২০২৩ খ্রি. তারিখে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

“পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)" স্কিমের অনুদান প্রদানের মাণদণ্ড হিসেবে প্রতিষ্ঠানে শিক্ষক অভিভাবক সমিতি (PTA) গঠন ও কার্যকর থাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সারাদেশে মাধ্যমিক পর্যায়ের স্কুল, স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা এবং ভোকেশনাল/বিএম-সংযুক্ত স্কুল ও কলেজে PTA গঠন / সচল করার জন্য PBGSI স্কিম ডকুমেন্ট ও ম্যানুয়ালের সাথে সঙ্গতি রেখে স্কিম কর্তৃক খসরা নীতিমালা প্রস্তুত করা হয়, যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় একটি সভা/সেমিনার/ওয়ার্কশপের মাধ্যমে সুপারিশ গ্রহণপূর্বক বর্ণিত খসড়া নীতিমালায় পরিবর্তন/সংশোধন করে পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণের নির্দেশনা দেয়। নির্দেশনা অনুযায়ী PTA নীতিমালা চূড়ান্তকরণের জন্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি এবং নানা পর্যায়ের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে আগামী ১২ জুন ২০২৩ খ্রি. তারিখে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার অডিটোরিয়ামে দিনব্যাপী একটি ওয়ার্কশপ আয়োজন করা হবে।


উল্লিখিত উদ্বোধনী অনুষ্ঠান ও ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি (এম.পি.)। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ব্যারিস্টার জবাব মহিবুল হাসান চৌধুরী, (এম.পি.), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোঃ কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব সোলেমান খান বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও ওয়ার্কশপের সভাপতিত্ব করবেন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। পত্রের সাথে সংযুক্ত তালিকাভূক্ত কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ে ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।


সংযুক্তি: অংশগ্রহণকারীদের তালিকা।


স্বাক্ষরিত


 প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ 

স্কিম পরিচালক,

ফোনঃ 02-226637300












No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.