জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার আবেদনে অসম্পূর্ণতা পরিহার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা। (১৫/০৩২০২৩)
জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার আবেদনে অসম্পূর্ণতা পরিহার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা। (১৫/০৩২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড
জনপ্রশাসন মন্ত্রণালয় ১ম ১২তলা সরকারি অফিস ভবন (১১ তলা) সেগুনবাগিচা, ঢাকা। www.bkkb.gov.bd
স্মারক নম্বর : ০৫,৮১,০০0000৭,১৮,১৪০.২২-১৫৯
তারিখ : ১৫/০৩/২০২৩
বিষয় : জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার আবেদনে অসম্পূর্ণতা পরিহার।
উপযুক্ত বিষয়ে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণকে চাকরি জীবনে জটিল ও ব্যয়বহুল রোগের জন্য এক বা একাধিকবারে সর্বোচ্চ ২,০০,০০০ (দুই লাখ) টাকা চিকিৎসা অনুদান প্রদান করা হয়। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার জন্য বোর্ডের নির্ধারিত ফরমে (ফরম নম্বর-০৮) আবেদন করতে হয়। আবেদন ফরম বোর্ডের ওয়েবসাইটে (www.bkkb.gov.bd) সন্নিবেশিত রয়েছে। আবেদন করার নিয়মাবলি ও প্রয়োজনীয় কাগজপত্র আবেদন ফরমে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে।
সম্প্রতি বিভিন্ন দপ্তর/সংস্থা থেকে প্রেরিত আবেদনে কতিপয় ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। ফলে আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারী কাঙ্খিত সেবা গ্রহণ করতে পারছেন না। এ বিষয়ে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কে পৃথক পত্রের মাধ্যমে জানানো হয়েছে। সে পরিপ্রেক্ষিতে যথাসময়ে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান প্রাপ্তির নিমিত্ত আবেদন সমূহ স্বয়ংসম্পূর্ণ এবং নির্ভুলভাবে প্রেরণের জন্য নিম্ন বর্ণিত ত্রুটির বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা প্রয়োজন।
ক) ন্যূনতম সংশ্লিষ্ট জেলা পর্যায়ের অফিসার কর্তৃক সুপারিশসহ অগ্রায়ণ না হওয়া;
খ) ফরমে "দপ্তর প্রধানের প্রত্যয়ন" অংশ পুরণ না করা;
গ) ফরমে চিকিৎসা প্রদানকারী হাসপাতাল কর্তৃপক্ষ/বিশেষজ্ঞ চিকিৎসকের অংশ পূরণ না করা;
ঘ) ফরমে চিকিৎসা প্রদানকারী হাসপাতাল কর্তৃপক্ষ/বিশেষজ্ঞ চিকিৎসকের অংশের মূল কপির পরিবর্তে স্ক্যান কপি প্রেরণ করা;
ঙ) হাস্পাতালের মুল ছাড়পত্র ও মূলবিলনা থাকা;
চ) সমস্ত কাগজপত্রে প্রতিস্বাক্ষর না থাকা;
ছ) প্রতিস্বাক্ষরে নামের সিল না থাকা;
জ) আবেদনকারীর ছবি না থাকা;
ঝ) অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর না থাকা,
ঞ) অবসর গমনের পরবর্তী সময়ের জটিল চিকিৎসা ব্যয়ের জন্য আবেদন করা;
ট) পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসা বিল প্রেরণ করা।
বর্ণিত অবস্থায়, জটিল ও ব্যয়বহুল রোগের আবেদন করার সময় উপরোক্ত বিষয়সমূহের প্রতি লক্ষ্য রেখে আবেদন প্রেরণের নিমিত্ত তাঁর মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর, সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীকে অবহিত করার জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
ড। মোঃ জিয়াউদ্দিন
অতিরিক্ত সচিব (প্রশাসন)
ফোনঃ: +৮৮-০২-৮৩52067
ইমেইল: adg@bkkb.gov.bd
No comments
Your opinion here...