৪-১০ জুন ২০২৩ সময়কালীন “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ” কার্যক্রম পালন সম্পর্কিত MOPME এর নির্দেশনা। (৩০/০৫/২০২৩)
৪-১০ জুন ২০২৩ সময়কালীন “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ” কার্যক্রম পালন সম্পর্কিত MOPME এর নির্দেশনা। (৩০/০৫/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১,0000,700.99.001.23.188
তারিখ: ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
৩০ মে ২০২৩
বিষয়: ৪-১০ জুন ২০২৩ সময়কালীন "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ” কার্যক্রম পালন সম্পর্কিত।
সুত্র: স্বাস্থ্য অধিদপ্তর এর পত্র নং স্বাঃ অধিঃ/সিডিসি/ফাইলেরিয়া / STH/2005 / Vol-৬/৬৮২৯; তারিখ: ২১/০৫/২০২৩
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীন ফাইলেরিয়াসিস নির্মূল কর্মসূচি ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের অধীন ২৮ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ” ৪-১০ জুন ২০২৩ তারিখ পালিত হবে। উক্ত সময়ে ৫-১২ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বর্হিভূত (পথশিশু, কর্মজীবি শিশু, ঝরে পড়া) সকল শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১ ডোজ কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে। কৃমিনাশক ঔষধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। শিশুর স্বাস্থ্য রক্ষায় এ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এমতাবস্থায়, “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ" পালনে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে তাঁর আওতাধীন সকল উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
মোঃ ইমামুল ইসলাম
উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)
ফোন: 01711479615
ইমেইল: emamul2001@gmail.com
No comments
Please do not enter any spam link in the comment box.