ad

“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট ভেন্যুতে প্রতিযোগীদের উপস্থিত হওয়ার তারিখ, বিষয়, সময় ও ভেন্যু সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (৩০/০৫/২০২৩)

Views

 


“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট ভেন্যুতে প্রতিযোগীদের উপস্থিত হওয়ার তারিখ, বিষয়, সময় ও ভেন্যু সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (৩০/০৫/২০২৩)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
 শিক্ষা ভবন, ঢাকা
www.dshe.gov.bdতারিখ: ৩০/০৫/২০২৩খ্রি.

স্মারক নম্বর- 37.02.0000.110.20.06.2023.423

বিষয় : ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩' এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট ভেন্যুতে প্রতিযোগীদের উপস্থিত হওয়ার তারিখ, বিষয়, সময় ও ভেন্যু প্রসঙ্গে

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, আগামী ০৫ ও ০৬ জুন, ২০২৩ তারিখ জাতীয় পর্যায়ে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩' অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নোক্ত ছক অনুসরণ করে প্রতিযোগীদের উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগীদেরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।উল্লেখ্য যে, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ গার্ল গাইডস গ্রুপ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ, শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ এর দলনেতা এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিষ্ঠান প্রধান বর্ণিত তারিখে উপস্থিত হবেন। 

* বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিষ্ঠানের পক্ষে প্রতিষ্ঠান প্রধান, শ্রেণি শিক্ষক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারগণ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপ নিয়ে উপস্থিত হবেন। 

* বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীদের আবৃত্তির জন্য নির্বাচিত কবিতা;
গ্রুপ-ক (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি); কবিতা: মানুষ (১ম ১৮ চরণ), কবি: কাজী নজরুল ইসলাম; গ্রুপ-খ (৯ম থেকে ১০ম শ্রেণি); কবিতা: আমার পরিচয় (১ম ২২ চরণ), কবি: সৈয়দ শামসুল হক;

গ্রুপ-গ (১১শ থেকে ১২শ শ্রেণি); কবিতা: স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো (১ম ২২ চরণ), কবি: নির্মলেন্দু গুণ

গ্রুপ-ঘ (১৩শ থেকে ১৭শ শ্রেণি); কবিতা:নির্ঝরের স্বপ্নভঙ্গ (১ম ১৮ চরণ), কবি: রবীন্দ্রনাথ ঠাকুর

* প্রতি প্রতিযোগীকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে প্রাপ্ত সনদ পত্রের মূল কপিসহ সকল মূল ডকুমেন্ট, এনআইডি এর কপি, প্রতিষ্ঠানের আইডি কার্ড/ প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন ও ২কপি পাসপোর্ট + ২কপি স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে করে আনতে হবে।

* জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারগণ স্ব স্ব প্রতিষ্ঠান মোতাবেক টিএ/ডিএ প্রাপ্য হবেন।

* জারি গানে অংশগ্রহণের লক্ষ্যে দলনেতাসহ সর্বোচ্চ ছয় (১+৫) জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।

* উচ্চাঙ্গ সংগীত সংশ্লিষ্ট বাদ্যযন্ত্র প্রতিযোগীকে সঙ্গে করে আনতে হবে। নৃত্যের প্রতিযোগীদের নিজ নিজ নৃত্যের পোশাক পরিধান করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে নির্ধারিত তারিখ ও ভেন্যুতে সকাল ৮:৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকতে হবে। জরুরী প্রয়োজনে জনাব মোঃ আনোয়ারুল আওয়াল খান, সহকারী পরিচালক (প্রশিক্ষণ-৩), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর মুঠোফোন নম্বরে (০১৭১৭১৪৪৬৮২) যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত


(প্রফেসর ড. প্রবীর কুমার ভট্টাচার্য)

পরিচালক (প্রশিক্ষণ)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

আহবায়ক 

জাতীয় পর্যায়ের অনুষ্ঠান পরিচালনা কমিটি-০১ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ 

No comments

Please do not enter any spam link in the comment box.

Theme images by fpm. Powered by Blogger.