ad

শিক্ষার্থীদের অনলাইনে তথ্য সংগ্রহ ও সফটওয়্যার অপারেশন বিষয়ক উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (২৫/০৫/২০২৩)

Views

 


শিক্ষার্থীদের অনলাইনে তথ্য সংগ্রহ ও সফটওয়্যার অপারেশন বিষয়ক উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (২৫/০৫/২০২৩)


শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের প্রশিক্ষণ আয়োজন সংক্রান্ত।(প্রশিক্ষকদের নামের তালিকাসহ)(২৫/০৫/২০২৩)

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প



স্মারক নং- সিআরভিএস/ ডিপিই / প্রশিক্ষণ সংক্রান্ত (অংশ-২)/১২/২০২০-১১৩


তারিখ: " ১১ জ্যৈষ্ঠ ১৪০০ ২৫ মে ২০২০



বিষয়: শিক্ষার্থীদের অনলাইনে তথ্য সংগ্রহ ও সফটওয়্যার অপারেশন বিষয়ক উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণ।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প” এর অধিনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দিনব্যাপি প্রশিক্ষণ নিম্নের সময়সূচি অনুসারে উল্লেখিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ইউআরসি ইন্সট্রাক্টরগণকে নির্বাচিত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের সাথে সমন্বয় করে নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।







২। প্রশিক্ষকদ্বয় নিজ কর্মস্থল থেকে বিধি মোতাবেক TA/DA প্রাপ্ত হবেন।


বি:দ্র: বি:দ্র:


* প্রতিটি বিদ্যালয় থেকে আইসিটিতে দক্ষ একজন সহকারী শিক্ষককে প্রশিক্ষণের জন্য মনোনয়ন দিতে হবে। 

*উল্লেখিত ভেন্যুতে ব্যাচ পূর্ণ করতে উপজেলা/থানা শিক্ষা অফিসারের সাথে সমন্বয় করে ৩০জন প্রশিক্ষণার্থীর মনোনয়ন নিশ্চিত করতে হবে।


* কোন ভেন্যুতে ব্যাচ পূর্ণ করতে ২ অথবা ৪ জন শিক্ষকের প্রয়োজন হলে একই বিদ্যালয়ের একাধিক শিক্ষককে মনোনয়ন দেওয়া যাবে।

বদলিজনিত বা অন্য কোন কারণে প্রশিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে না পারলে নিজ উপজেলার অধীনে জেলা পর্যায়ে অথবা বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষনপ্রাপ্ত কর্মকর্তাগণকে প্রশিক্ষক হিসেবে মনোনয়ন দেওয়া যাবে। 


* প্রশিক্ষণের সময় প্রত্যেক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণির কমপক্ষে একজন শিক্ষার্থীর তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে দেওয়া শিক্ষার্থীর তথ্য ফরম পূরণ করে আনতে হবে; 


* হাতে কলমে ব্যবহারিক প্রশিক্ষণ বিধায় ল্যাপটপ আবশ্যিক ভাবে আনতে হবে। ভেন্যু প্রধান ল্যাপটপ চার্জসহ প্রশিক্ষণ কার্যকরী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


*সকাল ৯:০০ টার মধ্যে সকল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে, যা সরকারি সময় মোতাবেক শেষ করতে হবে;


*জাতীয় গুরুত্বপূর্ণ দিবস/ইস্যুর সাথে সমন্বয় করে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে।


*কোন বিশেষ কারণে ব্যাচের সময়সূচি পরিবর্তন করতে হলে প্রকল্প কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ২০১৮ এর কর্মপরিকল্পনার অংশ হিসেবে ৬.১.২ এর অনুচ্ছেদ অনুযায়ী প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর Unique ID (UID) প্রদান করতে হবে।


*২০২২-২৩ অর্থ বছরের এডিবির লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর Unique ID (UID) কার্ড প্রদানের লক্ষ্যে প্রকল্পের নির্ধারিত মেয়াদের মধ্যে দেশব্যাপি ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্নসহ ইউআইডি (UID) নিশ্চিত করতে হবে বিধায় শিক্ষার্থীদের অনলাইনে তথ্য সংগ্রহ, সফটওয়্যার অপারেশন ও ব্যবস্থাপনা বিষয়ক উপজেলা পর্যায়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রশিক্ষণটি অগ্রাধিকার দিতে হবে।

*নির্বাচিত প্রশিক্ষকগণ জাতীয় পর্যায়ের প্রোগ্রামে অংশগ্রহণ অথবা শারিরিক অসুস্থতা কারণে কোন ব্যাচে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহন করতে না পারলে উক্ত প্রশিক্ষণ শুরুর পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন।


স্বাক্ষরিত 

(ড. সৈয়দ শামসুদ দোহা) 

উপ প্রকল্প পরিচালক

 মোবাইল: ০২-৫৫০৭৫৩৭৩

ই-মেইল: crvsdpe.bd@gmail.com























No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.