ডিপিএড প্রশিক্ষণবিহীন শিক্ষকগণের তথ্য প্রেরণ প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২৯/০৫/২৩)।
Views
আগামী ১লা জুলাই থেকে নির্ধারিত ১৫টি পিটিআইতে শুরু হতে যাচ্ছে ১০ মাসব্যাপী পরিমার্জিত DPEd (মৌলিক) প্রশিক্ষণ।
ডিপিএড প্রশিক্ষণবিহীন শিক্ষকগণের তথ্য প্রেরণ প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২৯/০৫/২৩)।
আগামী ১লা জুলাই থেকে নির্ধারিত ১৫টি পিটিআইতে শুরু হতে যাচ্ছে ১০ মাসব্যাপী পরিমার্জিত DPEd (মৌলিক) প্রশিক্ষণ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
wwww.dpe.gov.bd
তারিখ: ১৫ জ্যেষ্ঠ ১৪৩০
২৯ মে ২০২৩
স্মারক নম্বর: 38.01.0000. 600,25,005.21.43
বিষয়: ডিপিএড প্রশিক্ষণবিহীন শিক্ষকগণের তথ্য প্রেরণ।
সূত্র: ৩৮,৪১৮,০০,০০,১৪৬,202৩-৫৪, তারিখ: ১৮ মে ২০২৩।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ০১ জুলাই ২০২৩ তারিখ হতে ১০ (দশ) মাসব্যাপী পরিমার্জিত ডিপিএড (মৌলিক) প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে পাইলটিং ১৫টি পিটিআইয়ের আওতাভুক্ত জেলার ডিপিএড প্রশিক্ষণবিহীন শিক্ষকগণের তথ্য (নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকসহ) নিম্নবর্ণিত ছকে আগামী ৩০ মে ২০২৩ তারিখের মধ্যে আবশ্যিকভাবে সফটকপি ই-মেইলযোগে (dpedcoursedpe@gmail.com) এবং হার্ডকপি পরিচালক (প্রশিক্ষণ) বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
জেলার নাম:
স্বাক্ষরিতঃ
মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ
উপপরিচালক (প্রশিক্ষণ)
ফোন: ৫৫০৭৪৮৯১
ইমেইল: dpedcoursedpe@gmail.com
No comments
Your opinion here...