জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা (সংশোধিত ২০২৩)
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা (সংশোধিত ২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
সেবা শাখা
www.shed.gov.bd
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা (সংশোধিত ২০২৩)
দেশের প্রতিটি মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি-শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানগণের স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সরকার প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ কর্মসূচি গ্রহণ করে আসছে। উক্ত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিম্নরূপ নীতিমালা প্রণয়ন করা হলো :
এ নীতিমালা “জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা (সংশোধিত ২০২৩)” নামে অভিহিত হবে।
2.0 অধিক্ষেত্র: শিক্ষা মন্ত্রণালয়ের অধিক্ষেত্রভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় জাতীয় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুচ্ছেদ ৪.০ এ বর্ণিত ইভেন্টে প্রতিটি ক্ষেত্রে যোগ্য, মেধাবী ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে এমন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও শ্রেণি শিক্ষক এবং শিক্ষার্থীগণ-কে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নির্বাচনের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
3.0 ইভেন্টসমূহ:
৪.. কেরাত
৪.১ হামদ্/নাত
৪.১.২ বাংলা রচনা প্রতিযোগিতা (বিষয়: অনির্ধারিত (বিচারক তাৎক্ষণিক নির্ধারণ করবেন) সময়-৩০ মিনিট)
৪.১.৩ ইংরেজি রচনা প্রতিযোগিতা (৬ষ্ঠ থেকে ৮ম এবং ৯ম থেকে ১০ম শ্রেণি) (বিষয়: অনির্ধারিত (বিচারক তাৎক্ষণিক নির্ধারণ করবেন) সময়-৩০ মিনিট)
৪.১.৪. ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা(১১শ থেকে ১২শ এবং ১৩শ থেকে ১৭শ শ্রেণি)
৪..১.৬ বাংলা কবিতা আবৃত্তি (স্বরচিত/নির্বাচিত)
৪.১.৭ বিতর্ক প্রতিযোগিতা (একক)
৪.১.৮ দেশাত্মবোধক গান
৪.১.৯ রবীন্দ্রসংগীত নজরুলসংগীত
৪.১.১০ উচ্চাঙ্গসংগীত
৪.১.১১ লোকসংগীত (ভাওয়াইয়া, ভাটিয়ালী, পল্লীগীতি, লালনগীতি)
৪.১.১২ জারীগান (দলভিত্তিক)
৪.১.১৩ নির্ধারিত বক্তৃতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ
৪.১.১৪ নৃত্য (উচ্চাঙ্গ) 4.1.15 লোক নৃত্য।
৪.১.১৬ তাৎক্ষণিক অভিনয়
গ্রুপসমূহ নিম্নোক্ত গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে:
ক্র. নং S.
পর্যায়
প্রতিযোগিতার গ্রুপ
গ্রুপ-ক
গ্রুপ-খ
৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি বা সমপর্যায় ৯ম থেকে ১০ম শ্রেণি বা সমপর্যায়
১১শ থেকে ১২শ শ্রেণি বা সমপর্যায়
১৩শ থেকে ১৭শ শ্রেণি বা সমপর্যায়
গ্রুপ-গ
গ্রুপ-ঘ
No comments
Your opinion here...