উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা
উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা
উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলীঃ
১। প্রাক- প্রাথমিক শ্রেণিঃ নূন্যতম বয়স ৪ বছর।
২। প্রাক- প্রাথমিক শ্রেণি- ৮ ম শ্রেণিঃ প্রতিমাসে পাঠদিবসে ৮৫% উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৩। ৪ র্থ শ্রেণি - ৮ ম শ্রেণিঃ বার্ষিক পরীক্ষায় নূন্যতম ৪০% নম্বর প্রাপ্তি তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ৩৩% নম্বর পেতে হবে।
L
৪। কোন পূনরাবৃত্ত শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা যাবেনা।
@@ উপবৃত্তি প্রাপ্তির মাসিক হার@@
১। প্রাক- প্রাথমিক শ্রেণিঃ ৭৫/-( পচাঁত্তর) টাকা
২। প্রথম থেকে পঞ্চম শ্রেণিঃ ১৫০/-( একশত পঞ্চাশ) টাকা
৩। ৬ ষ্ঠ থেকে ৮ ম শ্রেণিঃ ২০০/-( দুইশত) টাকা।
৪। এক পরিবারে সর্বোচ্চ ২ জন জেষ্ঠ্য শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্য হবেন।
প্রধান শিক্ষকের করনীয় সমূহঃ
১। বছরের শুরুতে পিতা - মাতার NID এর ফটোকপি সংগ্রহ করা।
২। সঠিক মোবাইল ফিনান্সিয়াল একাউন্ট নম্বর সংগ্রহ করা
৩। হাজিরা খাতা সঠিক নাম লিপিবদ্ধ করা।
৪। দৈনিক উপস্থিতি হালনাগাদ করা এবং শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতির ক্ষেত্রে 'উ' ও অনুপস্থিতির ক্ষেত্রে লালকালি দিয়ে 'অ' লিখবে। ডট( .) ব্যবহার করা যাবেনা।
৫। গড় হাজিরার ভিত্তিতে উপবৃত্তির ত্রৈমাসিক চাহিদা সহকারি শিক্ষক থেকে সংগ্রহ করে রাখা।
৬। বার্ষিক পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ণ করে ফলাফল রেজিষ্টারে লিপিবদ্ধ করা।
৭। মা -সমাবেসে ও হোম ভিজিটেবউপবৃত্তি প্রাপ্তির শর্তবলী সর্মপকে অভিভাবকদের অবহিত করা।
৮।উপবৃত্তির চাহিদা ও ডাটা এন্ট্রির সময় PESP MIS পোর্টাল নিয়মিত চেক করা এবং রির্পোট দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
৯। উপবৃত্তির চাহিদা ও ডাটা এন্ট্রির সময় সংশ্লিষ্ট AUEO সাথে যোগাযোগ রাখা এবং সমস্যা সমাধান করা। তথ্য সাবমিট ও উপজেলা থেকে অনুমোদন হয়ে গেলে সংশোধন করা অনেক কঠিন।
@@অভিভাবকদের করণীয়ঃ
১। পিতা - মাতা NID প্রদান করবেন।
২। সন্তানে জন্মনিবন্ধন প্রদান করবেন।
৩। একটি ফিবান্সিয়াল মোবাইল নম্বর দেবেন
৪। সন্তান কে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন।
৫। পরীক্ষার ফলাফল সম্পর্কে খোঁজ খবর রাখা।
No comments
Your opinion here...