উপবৃত্তির পে-রোল ও উপবৃত্তি বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি। (২১/০৫/২০২৩)
উপবৃত্তির পে-রোল ও উপবৃত্তি বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি (২১/০৫/২০২৩)
উপবৃত্তি আপডেট (২১/০৫/২০২৩)
আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, পূর্ব নির্ধারিত সময়সূচি মোতাবেক ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২২ সময়ের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির চাহিদা প্রস্তুত, ক্লাস্টারে প্রেরণ, AUEO/ATEO কর্তৃক যাচাই-বাছাই এবং UEO/TEO কর্তৃক অনুমোদনের কার্যক্রম ২০/০৫/২০২৩খ্রি. তারিখের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত রয়েছে।
তদ্প্রেক্ষিতে অদ্য ২১/০৫/২০২৩খ্রি. তারিখ বেলা ১২:০০টা থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের BACS & iBAS++ কর্তৃক বর্ণিত (জুলাই-ডিসেম্বর/২০২২ সময়ের) সময়ের মধ্যে Payroll এর কাজ শুরু হবে বিধায় PESP MIS Software এর চাহিদা অপশন বন্ধ থাকবে।
সংশ্লিষ্টগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হলো।
21/05/2023খ্রি.
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
LutforLutforLutfor
No comments
Your opinion here...