Views
মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদকরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (০৩/০৪/২০২৩)
উপবৃত্তি সফটওয়্যারের ডাটা ইউনিক আইডি (CRVS) সফটওয়্যারে মাইগ্রেট সংক্রান্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প
সেকশন ০২, মিরপুর ঢাকা ১২১৬
নম্বর: ৩৮.০১.০০০০.৯৫০.০৬.০০৪.২২.১৪
তারিখ: ০৩ এপ্রিল ২০২৩
প্রাপক: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সকল)
বিষয়: মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদকরণ
উপরোক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন "প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প" এর অধীনে শিক্ষার্থীদের অনলাইনে তথ্য সংগ্রহ সফটওয়্যার অপারেশন বিষয়ক প্রশিক্ষণ যে সকল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্পন্ন হয়েছে, উক্ত উপজেলায় সকল বিদ্যালয় এবং চলমান বিভাগসমূহের প্রশিক্ষণ শেষ হলে মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদ করতে হবে। উক্ত কার্যক্রম সম্পন্ন হলে সকল শিক্ষার্থীকে ইউনিক আইডি প্রদান করা হবে।
প্রসেসটি নিম্নরুপ:
১। সহকারী/প্রধান শিক্ষকের IPEMIS আইপিএমআইএস এর আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে crvs.dpe.gov.bd এই লিংকে লগইন করতে হবে।
২) বাম পাশে ড্যাশবোর্ডে শিক্ষার্থী ম্যানেজমেন্ট এ গিয়ে আনভেরিফাইড এ ক্লিক করতে হবে।
৩) নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য প্রদর্শন করবে এবং ডান পাশে এন্ট্রি তে ক্লিক করে পর্যায়ক্রমে ২০২৩ সালের শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করতে হবে।
আগামী ৪ এপ্রিল ২০২৩ থেকে ৩০ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে ২০২৩ সালের সকল শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোঃ আশরাফুজ্জামান
যুগ্ম সচিব
প্রাগম ও প্রকল্প পরিচালক অতিরিক্ত দায়িত্ব
ফোন: ০২-৫৫০৭৫৩৭৩
উপবৃত্তির শিক্ষার্থীদের তথ্য CRVS প্রকল্পের সফটওয়ারে হালনাগাদকরন-
নিম্নের ভিডিও টিউটোরিয়ালের লিংক এবং ফ্লোচার্টের সাহায্য নিয়ে ২০২৩ সালের শিক্ষার্থীদের হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করার জন্য সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে অনুরোধ করা হলো।
২। বাম পাশে ড্যাসবোর্ড এ গিয়ে 'শিক্ষার্থী ম্যানেেজমেন্ট' এর অধিনে 'আনভেরিফাইড' এ ক্লিক করতে হবে।
৩। লগইনকৃত বিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা প্রদর্শন করবে এবং ডানপাশে এন্ট্রি তে ক্লিক করে ২০২৩ সালের শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করতে হবে।
০৩/০৪/২০২৩ খ্রি।
%20%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%9F%E0%A6%93%E0%A7%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A5%A4%201.jpg)
%20%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%9F%E0%A6%93%E0%A7%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A5%A4%202.jpg)
উপবৃত্তির মাইগ্রেটকৃত ডাটা CRVS প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদকরণ সম্পর্কিত কিছু প্রশ্ন ও তার সমাধান।
প্রশ্ন-১: ২০২৩ সালের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য তো আনভেরিফাইড শিক্ষার্থীর মধ্যে নেই। এক্ষেত্রে করণীয় কী?
উত্তরঃ ২০২৩ সালে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য শিক্ষার্থী নিবন্ধন এ গিয়ে নতুন ভাবে নিবন্ধন করতে হবে।
প্রশ্ন-২: ২০২২ সালের যেসকল শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে চলে গেছে তাদের ক্ষেত্রে করণীয় কী?
উওরঃ ২০২২ সালের যেসকল শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে চলে গেছে তাদের তথ্য ভেরিফাইড করতে হবে না। এন্ট্রি অপশন enable থাকলেও সমস্যা নেই।
প্রশ্ন-৩: ২০২২ সালের যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয় ব্যাতিত অন্যান্য প্রতিষ্ঠানে চলে গেছে তাদের ক্ষেত্রে করণীয় কী?
উওরঃ ২০২২ সালের যেসকল শিক্ষার্থী ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয় ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেছে তাদের তথ্য ভেরিফাইড করতে হবে না তবে ঐ শিক্ষার্থী সম্পর্কে অবশ্যই কনফার্ম হতে হবে। যে প্রতিষ্ঠানেই যাক সবার তথ্য এই সফটওয়্যারে অন্তর্ভুক্ত হবে।
প্রশ্ন-৪: পূর্বে যে সকল শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা হয়েছে তাদের তথ্য অনিবন্ধিত তালিকায় দেখাচ্ছে। পাশাপাশি ঐ শিক্ষার্থীর তথ্য আবার আনভেরিফাইড অপশনেও দেখাচ্ছে। এক্ষেত্রে এন্ট্রি অপশন disable না দেখিয়ে enable দেখাচ্ছে। করণীয় কী?
উওরঃ পূর্বে যে সকল শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা হয়েছে তাদের তথ্য অনিবন্ধিত তালিকায় থাকলে সম্পাদনে গিয়ে হালনাগাদ করে দিলেই হবে। তাদের তথ্য ভেরিফাইড করতে হবে না, এক্ষেত্রে এন্ট্রি অপশন disable অথবা enable যাই থাক।
প্রশ্ন-৫: অনেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধনে শুধু ইংরেজিতে তথ্য আসে বাংলা আসে না তাদের ক্ষেত্রে কোন Edit অপশন নেই। করণীয় কি?
উওরঃ বর্তমানে যেভাবে আছে সেভাবেই ভেরিফাইড করতে হবে তবে অভিভাবককে সংশোধনের জন্য অবশ্যই বিষয়টি জানাতে হবে যাতে দ্রুত সংশোধন করে।
প্রশ্ন-৬: অনেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধনে ভুল রয়েছে, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সাথে নামের অসংগতি সে ক্ষেত্রে করণীয় কি?
উওরঃ বর্তমানে যেভাবে আছে সেভাবেই ভেরিফাইড করতে হবে তবে অভিভাবককে সংশোধনের জন্য অবশ্যই বিষয়টি জানাতে হবে যাতে দ্রুত সংশোধনের জন্য। উল্লেখ্যে ইউআইডি কার্ডে পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র থেকে শিক্ষার্থীর পিতা-মাতার নাম যুক্ত হবে।
(তথ্যসূত্র : মো: শাহ আলম,
সহকারী প্রোগ্রামার,
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রোফাইল প্রনয়ণ প্রকল্প,
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।)
#মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদকরণ:
#লগইন: প্রধান ও সহকারী শিক্ষকের PEMIS আইডি ব্যবহার করে crvs.dpe.gov.bd এই লিংকে লগইন করতে হবে।
#এরপর বামপাশের ড্যাশবোর্ড এর শিক্ষার্থী ম্যানেজমেন্ট এ গিয়ে আনভেরিফাইড এ ক্লিক করতে হবে।
#নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য প্রদর্শন করবে এবং ডানপাশে এন্ট্রিতে ক্লিক করে পর্যায়ক্রমে ২০২৩ সালের শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করতে হবে।
#সময়সীমা: আগামী ৪ এপ্রিল ২০২৩ থেকে
৩০ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
#শিক্ষার্থীদের অনলাইনে তথ্য সংগ্রহ ও সফটওয়্যার অপারেশন বিষয়ক প্রশিক্ষণ যে সকল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্পন্ন হয়েছে ,উক্ত উপজেলার সকল বিদ্যালয় এবং বিভাগসমূহের চলমান প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলে মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদ করতে হবে।
#উক্ত কার্যক্রম সম্পন্ন হলে সকল শিক্ষার্থীকে ইউনিক আইডি প্রদান করা হবে।
No comments
Your opinion here...