ad

বাজেট পরিপত্র -২ এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রাক্কলন এবং ২০২৪-২৫ ও ২০২৫- ২৬ সালের পক্ষেপণ প্রণয়ন বিষয়ক ভার্চুয়াল সভায় অংশগ্রহণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। ( ২৪/০৪/২০২৩)

Views

 


বাজেট পরিপত্র -২ এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রাক্কলন এবং ২০২৪-২৫ ও  ২০২৫- ২৬ সালের পক্ষেপণ প্রণয়ন বিষয়ক ভার্চুয়াল  সভায় অংশগ্রহণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। ( ২৪/০৪/২০২৩) 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সেকশন-২, মিরপুর, ঢাকা ১২১৬

 

নম্বর: ৩৮.০১.০০০০.৫০০.২০.০১২.২১.৬২


তারিখ: ২৪ এপ্রিল ২০২৩


সভার নোটিশ


বিষয়: বাজেট পরিপত্র -২ এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রাক্কলন এবং ২০২৪-২৫ ও  ২০২৫- ২৬ সালের পক্ষেপণ প্রণয়ন বিষয়ক ভার্চুয়াল  সভায় অংশগ্রহণ সংক্রান্ত। 


অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত বাজেট পরিপত্র-২ এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহের ২০২৩-২৪ অর্থবছরে বাজেট প্রাক্কলন এবং ২০২৪- ২৫ ও ২০২৫-২৬ সালের প্রক্ষেপণ এর (পরিচালন) সিলিং অনুমোদন হয়েছে। মাঠ পর্যায়ের আটটি বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, ৬৪ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ২১ টি মেট্রোপলিটন থানা শিক্ষা অফিস এবং ৪৯২ টি উপজেলা শিক্ষা অফিসের সিলিং iBAS++ System  এর অর্থনৈতিক কোডে Entry User কতৃক ibas++ এ entry ও DDO কতৃক ibass++ এ approve কার্যক্রম সংক্রান্ত Zoom Platform এ ভার্চুয়াল সভা আগামী ২৫ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক (গ্রেড-১)  জনাব শাহ রেজওয়ান হায়াত মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করবেন। সভায় অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম (অতিরিক্ত সচিব) মহোদয় উপস্থিত থাকবেন। এমতাবস্থায় বর্ণিত তারিখ ও সময় সংশ্লিষ্ট দপ্তরসমূহের DDO গণকে সভায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। 

২। সভার আলোচ্য বিষয়:


ক) ০৮ টি বিভাগীয় উপপরিচালকের কার্যালয়,  ৬৪ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ২১টি মেট্রোপলিটন থানা শিক্ষা অফিস এবং ৪৯২ টি উপজেলা শিক্ষা অফিসের সিলিং অনুসারে ২০২৩- ২৪ অর্থবছরের প্রাক্কলন এবং ২০২৩- ২৪ ও ২০২৫-২৬ সালের প্রক্ষেপণ বাজেট কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত। 


খ) বিবিধ


৩। এ বিষয়ে মহাপরিচালক মহোদয়ের সদয় সম্মতি রয়েছে। 


স্বাক্ষরিত 


মোঃ মিজানুল হক 

পরিচালক

 ফ্যাক্স: 02- 9038122





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.