ad

থানা/ উপজেলা রিসোর্স সেন্টারে কর্মরত যোগ্যতা সম্পন্ন ডাটা এন্ট্রি অপারেটরগণের সহকারী ইন্সট্রাক্টরের বিদ্যমান শুন্য পদে চলতি দায়িত্ব প্রদান সম্পর্কিত DPE এর নির্দেশনা। (২০/০২/২০২৩)

Views

 


থানা/ উপজেলা রিসোর্স সেন্টারে কর্মরত যোগ্যতা সম্পন্ন ডাটা এন্ট্রি অপারেটরগণের সহকারী ইন্সট্রাক্টরের বিদ্যমান শুন্য পদে চলতি দায়িত্ব প্রদান সম্পর্কিত DPE এর নির্দেশনা। (২০/০২/২০২৩)


উপজেলা রিসোর্স সেন্টারে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের সহকারী ইন্সট্রাক্টর পদে পদায়ন সংক্রান্ত।
২০/০২/২০২৩ খ্রি.


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 www.dpe.gov.bd 

সেকশন ২ মিরপুর ঢাকা ১২১৬



স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.৬০০.০২.০০৪.২৩.২৩


                                                                            তারিখ: ২০ ফেব্রুয়ারী ২০২৩


বিষয়: থানা/ উপজেলা রিসোর্স সেন্টারে কর্মরত যোগ্যতা সম্পন্ন ডাটা এন্ট্রি অপারেটরগণের সহকারী ইন্সট্রাক্টরের বিদ্যমান শুন্য পদে চলতি দায়িত্ব প্রদান সম্পর্কিত। 


উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন থানা/ উপজেলা রিসোর্স সেন্টারে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরগণ থানা /উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইইন্সট্রাক্টর এর বিদ্যমান শূন্য পদে চলতি দায়িত্ব প্রাপ্তির জন্য আবেদন করেছেন। 


থানা /উপজেলা রিসোর্স  সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটরগণের পদ সমূহ ১৯৯৮ সালে আইডিয়াল ও নোরাড প্রকল্পের অধীনে সৃষ্ট এবং ১৬ তম গ্রেডের একটি পদ। বিদ্যমান ১৯৮৫ সালের নিয়োগবিধিতে উক্ত পদসমুহের উল্লেখ নেই এবং অধ্যাবিধি কোন নিয়োগ বিধিও চূড়ান্ত হয়নি।। বর্ণিত কর্মচারীগণ বিগত ১৯৯৮- ২০০৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় নিয়োগ প্রাপ্ত হয়ে ১৯ থেকে ২৫ বছর যাবৎ একই পদে কর্মরত আছেন। সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধি ২০১৯ এর এসআরও নম্বর ৪২ আইন ২০১৯ তারিখ ১৪/২/২০১৯ খ্রিস্টাব্দ মোতাবেক ১৫ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ডাটা এন্ট্রি অপারেটরদের সহকারী প্রোগ্রামারের ৬০% ভাগ পদে পদোন্নতির বিধান রয়েছে। প্রাথমিক শিক্ষায় উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআই এবং বিভাগীয় উপ পরিচালকের কার্যালয়ে সহকারী প্রোগ্রামারের কোন পদ নেই। 


বর্তমান উপজেলা পর্যায় ৪২৪ টি থানা/ উপজেলা রিসোর্ট সেন্টারে সহকারী ইইন্সট্রাক্টরএর পদ শূন্য রয়েছে। তন্মধ্যে ১৫০ জন সহকারি ইন্সট্রাক্টর ইন্সট্রাক্টর পদে চলতি দায়িত্বে কর্মরত আছেন। প্রস্তাবিত নিয়োগ বিধি (প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড ও নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২১) অনুযায়ী সহকারী ইন্সট্রাক্টর  পদটি দশম গ্রেডের পদ এবং নিয়োগ পদ্ধতি অনুযায়ী ২০ %ভাগ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং ৮০ % ভাগ পদ ফিডার পদ হিসেবে প্রধান শিক্ষকদের (বিভাগীয় প্রার্থী) জন্য সংরক্ষিত থাকবে। 


এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হবে কোন স্বীকৃত  বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী সহ বিএড ডিগ্রি অথবা যেকোনো বিষয় দ্বিতীয় শ্রেণীতে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রী সহ বিএড ডিগ্রী। উল্লেখ্য সহকারী ইন্সট্রাক্টর এবং প্রধান শিক্ষক উভয় পদই দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ভুক্ত। 



সংস্থাপন মন্ত্রণালয় শাখা (বিধি ১)৫/২/১৯৯২  তারিখের সম (বিধি-১) এস ১১/৯২/৩০(১৫০)

সংখ্যক পত্রের দুই এর গ ধারায় উল্লেখ রয়েছে যে পদের দায়িত্ব যদি এইরূপ হয় যে পদ পূরণের আনুষ্ঠানিকতা সম্পাদন পর্যন্ত পদটি শুন্য রাখা জনস্বার্থে সমীচীন নহে, তা হইলে কেবলমাত্র নিম্নোক্ত  ব্যতিক্রমধর্মী ক্ষেত্রে চলতি দায়িত্ব প্রদান বিবেচনা করা যাইতে পারে। 


ক) জ্যেষ্ঠতা নির্ণয়ের জটিলতা। 

খ) নিয়োগ বিধি প্রণয়নে বিলম্ব। 

গ) পদোন্নতি যোগ্য কর্মকর্তা/ কর্মচারীর অভাব। 

ঘ) নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ বিলম্ব। 



এছাড়াও অর্থ মন্ত্রণালয়, অর্থবিভাগ প্রবিধি অনুবিভাগ, প্রবিধি ৩ অধিশাখা এর ২৭.২.২০১৮ তারিখের জারিকৃত পরিপত্রে "সরকারি কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব /চলতি দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন কোন কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব/ চলতি দায়িত্ব প্রদান করা যাবে না।" মর্মে উল্লেখ রয়েছে।। 


এমতাবস্থায় প্রস্তাবিত নিয়োগ বিধি চুড়ান্ত করণে বিলম্ব এবং নিয়োগবিধি অনুযায়ী নিয়োগে বিলম্ব হওয়ায় সহকারী ইন্সট্রাক্টর এর বিপুলসংখ্যক পদ শূন্য থাকার কারণে স্নাতকোত্তর এবং বিএড অথবা এমএড- ডিগ্রিধারী যোগ্যতা সম্পন্ন ডাটা এন্ট্রি অপারেটরগণকে  সহকারী ইন্সট্রাক্টর  পদে চলতি দায়িত্ব প্রদানের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদসংগে প্রেরণ করা হলো।


স্বাক্ষরিত

 শাহ রেজওয়ান হায়াত 

মহাপরিচালক (গ্রেড-১)

 ফোন: ০২৫৫০৭৪৭৭৭

ফ্যাক্স: ০২-৯০৩৮১২২

 ইমেইল : dgprimarybd@gmail.com



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.