শিক্ষার্থীদের শিখন অগ্রগতি প্রতিবেদন ২০২৩ এর ছক।
Views
প্রাথমিক শিক্ষায় মূল্যায়ন সংক্রান্ত সর্বশেষ নির্দেশনা, ছুটির তালিকায় উল্লিখিত তিনটি প্রান্তিক পরীক্ষা , এনসিটিবি প্রণিত বিদ্যালয় ও শ্রেণিভিত্তিক ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ইত্যাদির সমন্বয় সাধন করে শিক্ষার্থীর অগ্রগতি রিপোর্ট ও ফলাফল সংরক্ষণ রেজিস্টার প্রণয়ন করা হয়েছে। ২য় থেকে ৫ম শ্রেণির জন্য এটি ব্যবহার করা যেতে পারে। এনসিটিবির সাথে মূল্যায়ন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থেকে এই ছক ব্যবহার করা হয়েছে। চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন। তিন মাসের ধারাবাহিক মূল্যায়ন শেষে ৪র্থ মাসে সামষ্টিক মূল্যায়ন। এভাবে চার মাস নিয়ে একটি প্রান্তিক বিবেচিত হবে। এভাবে ১২ মাসে তিন প্রান্তিক নিয়ে চূড়ান্ত ফলাফল হবে।
PDF Download
প্রাথমিক শিক্ষায় মূল্যায়ন সংক্রান্ত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের শিখন অগ্রগতি প্রতিবেদন ২০২৩ এর ছক।
#বাংলা, #ইংরেজি #প্রাথমিক_গণিত #বাওবি #বিজ্ঞান #ধর্ম_ও_নৈতিকশিক্ষা #শারিরীক_শিক্ষা #চারুকারুকলা #সংগীত
শিক্ষার্থীদের শিখন অগ্রগতি প্রতিবেদন ২০২৩ এর ছক।
No comments
Your opinion here...