স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সিস্টেমে নতুন সেবা সংযোজনসহ খতিয়ান ও ম্যাপ সেবা সমূহের ফি পুন: নির্ধারণ সংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা। (১৩/০৪/২০২৩)
স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সিস্টেমে নতুন সেবা সংযোজনসহ খতিয়ান ও ম্যাপ সেবা সমূহের ফি পুন: নির্ধারণ সংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা। (১৩/০৪/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ভূমি মন্ত্রণালয়
ভূমি সেবা ডিজিটাইজেশন মনিটরিং সেল বাংলাদেশ সচিবালয় ঢাকা-১০০০
www.minland.gov.bd
নম্বর: ৩১.০০.০০০০.০৫৭.৩২.০০৩.২৩.৪
তারিখ: ১৩ এপ্রিল ২০২৩
পরিপত্র
বিষয়: স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সিস্টেমে নতুন সেবা সংযোজনসহ খতিয়ান ও ম্যাপ সেবা সমূহের ফি পুন: নির্ধারণ।
স্মার্ট ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবাকে আরো গতিশীল এবং পুরোপুরি অনলাইন করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিম্নোকক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
২। যেকোনো ধরনের খতিয়ানের সার্টিফাইড কপির আবেদনের জন্য সকল জেলার ক্ষেত্রে সরকার একটি পূর্বের ৫০ টাকার পরিবর্তে ১ শত টাকা হবে।
৩) কিউ আর কোড সম্বলিত তাৎক্ষণিক; অনলাইন কপির জন্য খতিয়ান ফি ১০০ একশত টাকা হবে।
৪) এখন থেকে প্রবাসীগণ ১৯২টি দেশে দেশ ভিত্তিক নির্ধারিত ডাকমাসুল পরিশোধ সাপেক্ষে বিদেশে তাদের ঠিকানায় ডাকযোগে খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন। দেশভিত্তিক ডাক মাসুল হার স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সিস্টেমে উল্লেখ রয়েছে।
৫) খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন সংক্রান্ত সকল ফি অনলাইনে পরিশোধ করতে হবে।
৬) জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বাক্ষরিত
মো: খলিলুর রহমান
সচিব
ফোন: +৮৮০২৯৫৫০৪৩
ফ্যাক্স: +৮৮০২৯৫৪০০২৫
ইমেইল: secretary@minland.gov.bd
No comments
Your opinion here...