২০১৩ সাল থেকে ব্যানবেইসে অনলাইনে সংগৃহীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাই সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা। (১৭/০৪/২০২৩)
২০১৩ সাল থেকে ব্যানবেইসে অনলাইনে সংগৃহীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাই সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা। (১৭/০৪/২০২৩)
২০১৩ সাল থেকে ব্যানবেইসে অনলাইনে সংগৃহীত শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক কর্মচচারদের তথ্য প্রদান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
১. জহির রায়হান রোড (পলাশী- নীলক্ষেত) ঢাকা- ১২০৫
স্মারক নং : ৩৭.২০.০০০০.০০৫.৯৯.১৩২.-২৩(পার্ট-১)/২৯৯
তারিখ :১৭ এপ্রিল ২০২৩
বিষয়ঃ ২০১৩ সাল থেকে ব্যানবেইসে অনলাইনে সংগৃহীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তথ্য।
সুত্র: ৩৭.২০.০০০০.০৭৪.০২৭.০০২.২০১৯-৬৬ তারিখ : ৬ এপ্রিল ২০২৩
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালার ২০২১ মোতাবেক ২৬ অক্টোবর ২০২২ তারিখে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির পরিপত্র জারি করা হয়।উক্ত পরিপত্রের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীর হালনাগার তালিকা সাথে ব্যানবেইস এর ২০১৩ সাল হতে অনলাইন জরিপের শিক্ষক কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য ব্যানবেইসের ওয়েবসাইটে Website এ (www.banbeis.gov.bd) তে MPO Teacher Verify নামে একটি Menu সংযোজন করা হয়েছে। এই Menu থেকে ২০১৩ সাল থেকে বেনবেইসের শিক্ষাপ্রতিষ্ঠান জরিপের শিক্ষক কর্মচারী সংক্রান্ত তথ্য যাচাই করা যাবে।
০২। পরিপত্র অনুসারে এমপিওভক্তির আবেদন যাচাই-বাছায়ের সময় ব্যানবেইসের Website এ নতুন সংযোজিত Menu মেনু ব্যবহারের প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট সকলকে প্রদান করার অনুরোধ জানানো যাচ্ছে।
স্বাক্ষরিত
মোঃ মুহিবুর রহমান
মহাপরিচালক
ফোন: ০২-৪১০৬০৭০৭
dg@banbeis.gov.bd
No comments
Your opinion here...