ad

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সটি মুক্তপাঠে সম্পন্ন করার নির্দেশিকা।

Views

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সটি মুক্তপাঠে সম্পন্ন করার নির্দেশিকা।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সটি মুক্তপাঠে সম্পন্ন করার নির্দেশিকা (a2i প্রণীত)।

👍 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য।

অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের নির্দেশিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য কোর্সের নাম- জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রাথমিক স্তর এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স। কোর্সে অংশগ্রহণের লিংক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেই লার্নিং প্লাটফর্ম https://dpe.muktopaath.gov.bd ভিজিট করলে কোর্স টি দেখা যাবে। পাশাপাশি https://dpe.muktopaath.gov.bd/course-details/1044 এই লিংকে ভিজিট করেও সরাসরি করছে প্রবেশ করতে পারবেন। কিভাবে প্লাটফর্মে রেজিস্ট্রেশন করবেন ১. https://dpe.muktopaath.gov.bd/ এই লিংকে প্রবেশ করুন। ২. মুক্তপাঠ প্ল্যাটফর্মে পূর্বে রেজিস্ট্রেশন না থাকলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। পূর্বের রেজিস্ট্রেশন থাকলে পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই, সে ক্ষেত্রে প্লাটফর্মে লগইন করে কোর্স শুরু করুন। ৩. রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কিছু প্রাথমিক তথ্য প্রদান করতে হবে। ৪. মুক্ত পাঠের রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেট করার সময় আপনার সার্টিফিকেট এর নামটি সঠিকভাবে লিখতে হবে। আপনার আইডি থেকে একবার সার্টিফিকেট তৈরি হওয়ার পর সার্টিফিকেটের নাম পরিবর্তন করা যাবে না। ৫. রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় আপনার মোবাইল/ ইমেইল যেকোনো একটি ব্যবহার করা যাবে। মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে মোবাইলে একটি OTP ওটিপি আসবে আর ইমেইল ব্যবহার করলে ইমেইল একটি ভেরিফিকেশন লিংক যাবে। OTP/ ইমেইল ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। কিভাবে লগইন করবেন ১. https://dpe.muktopaath.gov.bd/ এই লিংকে প্রবেশ করে লগ ইন বাটনে ক্লিক করুন ২. রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় ব্যবহারকৃত মোবাইল নম্বর /মেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন সম্পন্ন করুন। ৩. পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিসেট করুন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় ব্যবহারকৃত মোবাইল নম্বর/ মেইল আইডি যুক্ত করে সিস্টেমের নির্দেশনা অনুসরণ করে পাসওয়ার্ড রিসেট করে নিন এবং লগইন সম্পূর্ণ করুন। কিভাবে কোর্স শুরু করবেন ১. https://dpe.muktopaath.gov.bd ভিজিট করলে কোর্সটি দেখতে পারবেন। ২. অথবা সরাসরি https://dpe.muktopaath.gov.bd/course-details/1044 এই লিংকে ভিজিট করে কোর্সে প্রবেশ করুন। ৩. কোর্সে প্রবেশ করে কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করুন। ০৪. এখানে দুইটি ব্যাচ দেখা যাবে। একটি শিক্ষকদের জন্য অন্যটি কর্মকর্তাদের জন্য। কর্মকর্তা হিসেবে যুক্ত হওয়ার জন্য কর্মকর্তার ব্যাচের নিচে কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করুন। ০৫. এখানে একটি পপ আপ/ ভেরিফিকেশন ফরম আসবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রদত্ত Employee ID ও জন্ম তারিখ ভেরিফিকেশনের মাধ্যমে কোর্সে যুক্ত হওয়া যাবে। এক্ষেত্রে একজন ইউজার একটিমাত্র Employee ID ব্যবহার করতে পারবেন। একাধিক অ্যাকাউন্ট তৈরি বা একই Employee ID একাধিকবার ব্যবহার করা যাবে না। ৬. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রদত্ত আপনার Employee ID এমপ্লয়ি আইডি খুজে পেতে উল্লেখিত স্টেপ গুলো অনুসরণ করুন। i) শুরুতে dpe.gov.bd তে ভিজিট করুন। ii) ওয়েবসাইটের ডান পাশে মাঝামাঝি স্থানে ডিপিই একাউন্টিং সিস্টেমে ক্লিক করুন। iii) একাউন্টিং ইনফরমেশন সিস্টেমে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। iv) Pmis সিস্টেম এর উপরের বাম সাইডে Emp ID (Employee ID) পাওয়া যাবে। কিভাবে কোর্স টি সম্পন্ন করবেন ১. এই কোর্সে মোট আটটি মডিউল ও প্রত্যেকটি মডিউলের অভ্যন্তরের ৩-৫টি পাঠ /লেসন রয়েছে। ২. প্রতিটি পাঠে রয়েছে নির্ধারিত বিষয়বস্তু যেমন: পূর্ব অভিজ্ঞতা প্রশ্নমালা, ভিডিও কনটেন্ট, পাঠ সহায়িকা (পিডিএফ) স্ব- মূল্যায়ন (কুইজ) মতামত ও আলোচনা। ৩. প্রত্যেকটি পাঠ/ লেসন এর প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অংশগ্রহণের মাধ্যমে পাঠটি সম্পন্ন হবে এবং ডান পাশে সবুজ টিক মার্ক দেখা যাবে আর সম্পূর্ণ না হলে বা টিক মার্ক দেখা না গেলে নির্দেশনা খেয়াল করুন। কিভাবে সার্টিফিকেট তৈরি ও ডাউনলোড করবেন ১. সকল পার্ট ১০০% সম্পন্ন করলে আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। ২. সার্টিফিকেট তৈরি করার জন্য উপরের মেনু থেকে আমার পাতাতে ক্লিক করুন। ৩. বাম পাশের সার্টিফিকেট মেনুতে ক্লিক করুন। ৪. আবেদন বাটনে ক্লিক করুন। ৫. আপনার সার্টিফিকেটটি তৈরি করুন বাটনে ক্লিক করুন ৬. সার্টিফিকেট ডাউনলোড বাটনে ক্লিক করুন (আপনার ডিভাইসে সার্টিফিকেট ডাউনলোড সম্পূর্ণ হয়ে যাবে) কোর্স করতে কোন সমস্যার সম্মুখীন হলে কিভাবে সহযোগিতা নেবেন ১. কোর্স করতে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে কোর্স পাতায় গুরুত্বপূর্ণ লিংক এর মধ্যে সরাসরি সহায়তার জন্য বা অভিযোগ জানাতে google ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন। এক- দুই দিনের মধ্যে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। ২. কোর্স সম্পূর্ণ করতে কোন কারিগরি সমস্যার সম্মুখীন হলে নিজ জেলার UCT4E আইসিটি ফর ই এম্বাসেডর শিক্ষকদের সহায়তা নিতে পারবেন (তালিকা কোর্স লিংকে সংযুক্ত) ৩. মুক্তপাঠ টিমের সাথে যোগাযোগ( বিস্তারিত কোর্স পাতায় রয়েছে) ইমেইল: info muktopaath@gmail.com ফেসবুক পেইজ: www.facebook. com/muktoopatth.gov.bd অন্যান্য নির্দেশনা ১. এই কোর্সের সকল ভিডিও নির্দেশিকা কনটেন্ট পাশ সহায়িকা কুইজ ইত্যাদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এনসিটিবি এবং ইইউ এর মাধ্যমে নির্মিত। বিনা অনুমতিতে কোর্সের কোন ভিডিও, পাঠ সহায়িকা, কুইজের প্রশ্ন উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক/ ইউটিউব) বা অন্য কোন মাধ্যমে শেয়ার করা নিষিদ্ধ। ২. কোন ব্যবহারকারী এরকম কর্মকান্ডে জড়িত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.