ad

সরকারি কর্মচারীদের বেতন গ্রেডভিত্তিক পরিচিতির সাথে পূর্বতন শ্রেণিভিত্তিক পরিচিতির সম্পর্ক স্পষ্টীকরণ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি (১৮/০৪/২৩)।

Views

 

সরকারি কর্মচারীদের বেতন গ্রেডভিত্তিক পরিচিতির সাথে পূর্বতন শ্রেণিভিত্তিক পরিচিতির সম্পর্ক স্পষ্টীকরণ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি (১৮/০৪/২৩)।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

জনপ্রশাসন মন্ত্রণালয়

 বিধি -১ শাখা

www.mopa.gov.bd 

স্মারক নং: ০৫.০০.০০০০.১৭০.২২.০১৭.১৬.৯০

                                                                                       তারিখ:  ১৮ এপ্রিল ২০২৩


উপর্যুক্ত বিষয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, চাকুরি (বেতন ভাতাদি) আদেশ,  ২০১৫ এর অনুচ্ছেদ ৮ অনুযায়ী আপাতত বলবৎ এতদ সংক্রান্ত অন্য কোন বিধি-বিধানে যাহাই থাকুক না কেন, কর্মচারীগণ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীতে বিভাজনের বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে বেতন স্কেলে গ্রেড ভিত্তিক পরিচিত হইবেন।" এ নির্দেশনা অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫ এ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির পরিবর্তে ২০ টি গ্রেডের উল্লেখ করা হয়েছে।  এই পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধানেও প্রয়োজনীয় সংশোধনী আনয়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ২২ মে ২০১৬ তারিখের ০৫.০০.০০০০.১৭০.২২.০১৭.১৬.১৩২ নং স্মারক এর মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সকল মন্ত্রণালয়/ বিভাগের নির্দেশনা প্রদান করা হয়েছে (কপি সংযুক্ত)।  তবে পূর্ববর্তী বিধি-বিধানের ভিত্তিতে উল্লেখিত ২০ টি গ্রেডের মধ্যে পূর্বতন প্রথম শ্রেণি হলো গ্রেড- ১ থেকে গ্রেড- ৯ পূর্বতন দ্বিতীয় শ্রেণি হলো গ্রেড-১০ থেকে গ্রেড -১৩ (যে সমস্ত পদ দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা সম্পন্ন বলিয়া সরকারি আদেশে (GO) সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক সৃষ্টি করা হয়েছে) এবং পূর্বতন তৃতীয় শ্রেণি হলো গ্রেড ১৩ (যে সমস্ত পদ গেজেটেড  পদমর্যাদা সম্পন্ন বলিয়া সরকারি আদেশে (GO) সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক সৃষ্টি করা হয় নাই) থেকে গ্রেড-১৬ এবং পূর্বতন চতুর্থ শ্রেণি হলো গ্রেড ১৭ থেকে গ্রেড -২০। 

স্বাক্ষরিত

 খালিদ মোহাম্মদ জাকী

উপসচিব

 ফোন: ৯৫১৫৫৫২

 ইমেইল: reg1@mopa.gov.bd


Lutfor

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.